নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এক রাতেই দুই চিকিৎসক খুনের পর অন্য চিকিৎসকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় যতটা দ্রুত সম্ভব তাঁরা চেম্বারে রোগী দেখা শেষ করে বাসায় ফিরছেন। কেউ কেউ নিরাপত্তার স্বার্থে সঙ্গে ব্যক্তিগত লোকজনও রাখছেন। চলাচল করছেন সতর্কতার সঙ্গে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনও (বিএমএ) চিকিৎসকদের সাবধানে থাকার নির্দেশনা দিয়েছে।
গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরএমপির চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক এরশাদ আলী দুলালকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সিটিহাট এলাকায় তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। রাত পৌনে ১২টার দিকে চেম্বার শেষ করে ফেরার পথে খুন হন যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমদ।
এই দুই চিকিৎসক খুনের পর পাঁচ দিন অতিবাহিত হলেও এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ কারণে সহকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। খুনিদের ধরতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল বিএমএ।
খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সংগঠনটি নতুন কর্মসূচি দিয়েছে। আগামীকাল শনিবার ও পরদিন রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন চিকিৎসকেরা। এই এক ঘণ্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সমাবেশ করা হবে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, খুনিদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের ধরা পড়ার আশা করছেন তাঁরা।
আজ শুক্রবার বিএমএ রাজশাহীর সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সশরীরে দেখা করে একটা সময়সীমা দিয়েছিলাম। সেটা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এ জন্য আমাদের নতুন কর্মসূচি দিতে হয়েছে। এরপরও অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে।’
ডা. নওশাদ আলী বলেন, ‘আমাদের বসে থাকার সুযোগ নেই। আমাদের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এক দিনে দুই চিকিৎসক খুন হওয়া তো স্বাভাবিক ঘটনা নয়, খুবই অস্বাভাবিক। কে, কখন, কীভাবে টার্গেটে পড়ে যাবেন তা তো বলা মুশকিল। এ জন্য বিভিন্ন সংস্থা, এমনকি পুলিশের পক্ষ থেকেও আমাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিএমএ থেকেও বলা হয়েছে চিকিৎসকেরা নিজেরাই যেন নিজেদের নিরাপদে রাখেন।’
তিনি বলেন, ‘এখন দ্রুতই চেম্বার শেষ করে দিচ্ছেন অনেক চিকিৎসক। কেউ কেউ তো সন্ধ্যার পরই বাসায় ফিরছেন। যাঁদের একটু দেরি হচ্ছে, তাঁরা সঙ্গে ব্যক্তিগত লোক রাখছেন নিরাপত্তার কথা ভেবে। এ রকম ভীতিকর পরিস্থিতি আগে কখনো আমরা দেখিনি।’
যোগাযোগ করা হলে দুজন চিকিৎসক দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। তবে নাম প্রকাশ করে তাঁরা গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি।
চিকিৎসকদের সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়ার বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘এটা আমার জানা নেই। কে তাঁদের নিরাপদে চলাচল করার পরামর্শ দিয়েছেন, সেটা চিকিৎসকেরাই ভালো বলতে পারবেন।’
ডা. কাজেম পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রাজশাহী শাখায় নিয়মিত রোগী দেখতেন। এখান থেকেই ফেরার পথে তিনি খুন হন।
এ বিষয়ে পপুলারের রাজশাহী শাখা ব্যবস্থাপক ফরিদ মোহাম্মদ শামীম বলেন, চিকিৎসকদের মাঝে ভীতি কাজ করছে তা ঠিক। তবে এখন অবরোধের কারণে এমনিতেই রোগী কম। রোগী কম হচ্ছে বলে তাঁরা দ্রুতই বাসায় ফিরছেন।
খুনের ধরন প্রায় একই
তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দুই চিকিৎসক খুনের ধরন প্রায় একই। ওই রাতে নিজের দোকান থেকে অপহরণের পর ছুরিকাঘাতে খুন হন পল্লি চিকিৎসক এরশাদ আলী দুলাল। দুলালকে অপহরণের সময় মুখোশ পরা দুর্বৃত্তদের হাতে লাঠি ছিল। হত্যার আগে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছিল।
একই রাতে নগরীর বর্ণালী মোড়ে ডা. কাজেম আলীকে খুন করার সময়ও দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে আঘাত করে তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত দুটি হত্যাকাণ্ডেই একই রঙের হাইস মাইক্রোবাস ব্যবহার করেছে খুনিরা। ঘাতকদের ব্যবহৃত ধারালো অস্ত্রের আঘাতও প্রায় একই রকমের। দুলালের বুকের দুই পাশে পরপর চারটি ও বুকের নিচে একটি গভীর ক্ষত পাওয়া যায়। ডা. কাজেম আলীর শরীরেও একই রকমের আঘাত ও ক্ষতচিহ্ন মরদেহের ময়নাতদন্তে পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পেয়েছে, দুটি হত্যাকাণ্ডে দুর্বৃত্তরা ছাই রঙের হায়েস মাইক্রোবাস নিয়ে এসেছিল। কাপড়ে তাদের মুখ ঢাকা ছিল। দুটি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা কি না তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘দুই খুনের তদন্তের এখনো কোনো আপডেট নেই। পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। খুনের রহস্য উদ্ঘাটন হবে। খুনিরাও ধরা পড়বে।’
রাজশাহীতে এক রাতেই দুই চিকিৎসক খুনের পর অন্য চিকিৎসকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় যতটা দ্রুত সম্ভব তাঁরা চেম্বারে রোগী দেখা শেষ করে বাসায় ফিরছেন। কেউ কেউ নিরাপত্তার স্বার্থে সঙ্গে ব্যক্তিগত লোকজনও রাখছেন। চলাচল করছেন সতর্কতার সঙ্গে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনও (বিএমএ) চিকিৎসকদের সাবধানে থাকার নির্দেশনা দিয়েছে।
গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরএমপির চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক এরশাদ আলী দুলালকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সিটিহাট এলাকায় তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। রাত পৌনে ১২টার দিকে চেম্বার শেষ করে ফেরার পথে খুন হন যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমদ।
এই দুই চিকিৎসক খুনের পর পাঁচ দিন অতিবাহিত হলেও এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ কারণে সহকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। খুনিদের ধরতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল বিএমএ।
খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সংগঠনটি নতুন কর্মসূচি দিয়েছে। আগামীকাল শনিবার ও পরদিন রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন চিকিৎসকেরা। এই এক ঘণ্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সমাবেশ করা হবে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, খুনিদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের ধরা পড়ার আশা করছেন তাঁরা।
আজ শুক্রবার বিএমএ রাজশাহীর সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সশরীরে দেখা করে একটা সময়সীমা দিয়েছিলাম। সেটা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এ জন্য আমাদের নতুন কর্মসূচি দিতে হয়েছে। এরপরও অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে।’
ডা. নওশাদ আলী বলেন, ‘আমাদের বসে থাকার সুযোগ নেই। আমাদের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এক দিনে দুই চিকিৎসক খুন হওয়া তো স্বাভাবিক ঘটনা নয়, খুবই অস্বাভাবিক। কে, কখন, কীভাবে টার্গেটে পড়ে যাবেন তা তো বলা মুশকিল। এ জন্য বিভিন্ন সংস্থা, এমনকি পুলিশের পক্ষ থেকেও আমাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিএমএ থেকেও বলা হয়েছে চিকিৎসকেরা নিজেরাই যেন নিজেদের নিরাপদে রাখেন।’
তিনি বলেন, ‘এখন দ্রুতই চেম্বার শেষ করে দিচ্ছেন অনেক চিকিৎসক। কেউ কেউ তো সন্ধ্যার পরই বাসায় ফিরছেন। যাঁদের একটু দেরি হচ্ছে, তাঁরা সঙ্গে ব্যক্তিগত লোক রাখছেন নিরাপত্তার কথা ভেবে। এ রকম ভীতিকর পরিস্থিতি আগে কখনো আমরা দেখিনি।’
যোগাযোগ করা হলে দুজন চিকিৎসক দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। তবে নাম প্রকাশ করে তাঁরা গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি।
চিকিৎসকদের সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়ার বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘এটা আমার জানা নেই। কে তাঁদের নিরাপদে চলাচল করার পরামর্শ দিয়েছেন, সেটা চিকিৎসকেরাই ভালো বলতে পারবেন।’
ডা. কাজেম পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রাজশাহী শাখায় নিয়মিত রোগী দেখতেন। এখান থেকেই ফেরার পথে তিনি খুন হন।
এ বিষয়ে পপুলারের রাজশাহী শাখা ব্যবস্থাপক ফরিদ মোহাম্মদ শামীম বলেন, চিকিৎসকদের মাঝে ভীতি কাজ করছে তা ঠিক। তবে এখন অবরোধের কারণে এমনিতেই রোগী কম। রোগী কম হচ্ছে বলে তাঁরা দ্রুতই বাসায় ফিরছেন।
খুনের ধরন প্রায় একই
তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দুই চিকিৎসক খুনের ধরন প্রায় একই। ওই রাতে নিজের দোকান থেকে অপহরণের পর ছুরিকাঘাতে খুন হন পল্লি চিকিৎসক এরশাদ আলী দুলাল। দুলালকে অপহরণের সময় মুখোশ পরা দুর্বৃত্তদের হাতে লাঠি ছিল। হত্যার আগে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছিল।
একই রাতে নগরীর বর্ণালী মোড়ে ডা. কাজেম আলীকে খুন করার সময়ও দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে আঘাত করে তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত দুটি হত্যাকাণ্ডেই একই রঙের হাইস মাইক্রোবাস ব্যবহার করেছে খুনিরা। ঘাতকদের ব্যবহৃত ধারালো অস্ত্রের আঘাতও প্রায় একই রকমের। দুলালের বুকের দুই পাশে পরপর চারটি ও বুকের নিচে একটি গভীর ক্ষত পাওয়া যায়। ডা. কাজেম আলীর শরীরেও একই রকমের আঘাত ও ক্ষতচিহ্ন মরদেহের ময়নাতদন্তে পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পেয়েছে, দুটি হত্যাকাণ্ডে দুর্বৃত্তরা ছাই রঙের হায়েস মাইক্রোবাস নিয়ে এসেছিল। কাপড়ে তাদের মুখ ঢাকা ছিল। দুটি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা কি না তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘দুই খুনের তদন্তের এখনো কোনো আপডেট নেই। পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। খুনের রহস্য উদ্ঘাটন হবে। খুনিরাও ধরা পড়বে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে