বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ঈদের রাতে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)। আহত তরুণের নাম হোসেন (১৮)।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তাঁরা। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউ ক্যালিপটাসের বাগানসংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করেন।
নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর কল পেয়ে রাত ১২টার দিকে বের হয় শরিফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে বাইরে ১৫-২০ জনের একটি দলকে এলাকায় দৌড়াদৌড়ি করে পালাতে দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে সোমবার রাতে রিকশায় নিশিন্দারা উপশহরে যাওয়ার পথে মোস্তফাবিয়া মাদ্রাসার সামনে কয়েক যুবক রিকশা আটকে তাঁকে কটূক্তি করেন। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ,একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে।
বগুড়ায় ঈদের রাতে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)। আহত তরুণের নাম হোসেন (১৮)।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তাঁরা। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউ ক্যালিপটাসের বাগানসংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করেন।
নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর কল পেয়ে রাত ১২টার দিকে বের হয় শরিফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে বাইরে ১৫-২০ জনের একটি দলকে এলাকায় দৌড়াদৌড়ি করে পালাতে দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে সোমবার রাতে রিকশায় নিশিন্দারা উপশহরে যাওয়ার পথে মোস্তফাবিয়া মাদ্রাসার সামনে কয়েক যুবক রিকশা আটকে তাঁকে কটূক্তি করেন। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ,একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে