বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ভারতীয় এক নাগরিকসহ দুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুজন হলেন—হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। তাদের মধ্যে হারগোবিন্দ জখুরাম ভার্মা ভারতীয় নাগরিক। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকায় অবস্থিত পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আর আসাদুজ্জামান একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল।
পাওয়াং সিরামিকস কোম্পানির সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কাজে হারগোবিন্দ ও আসাদুজ্জামান কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে ফিরে সোমবার দিবাগত রাতে তারা বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় করে বনানী এলাকায় প্রতিষ্ঠানের গেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে লতিফপুর এলাকায় এসে তারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামানের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’
এসআই রাজু কামাল বলেন, ছিনতাইকারীরা ৪-৫ জন ছিল। তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে।
এসআই রাজু কামাল আরও বলেন, ছিনতাইয়ের ঘটনাস্থলটি বগুড়া শাজাহানপুর নাকি সদর এলাকায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘটনায় থানায় অভিযোগ হবে।
সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন শাজাহানপুর উপজেলার সীমানায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তারা লতিফপুর বাঁশ হাট এলাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। ওই দুজন সোমবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ফেরেন।’
বগুড়ায় ভারতীয় এক নাগরিকসহ দুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুজন হলেন—হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। তাদের মধ্যে হারগোবিন্দ জখুরাম ভার্মা ভারতীয় নাগরিক। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকায় অবস্থিত পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আর আসাদুজ্জামান একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল।
পাওয়াং সিরামিকস কোম্পানির সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কাজে হারগোবিন্দ ও আসাদুজ্জামান কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে ফিরে সোমবার দিবাগত রাতে তারা বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় করে বনানী এলাকায় প্রতিষ্ঠানের গেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে লতিফপুর এলাকায় এসে তারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামানের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’
এসআই রাজু কামাল বলেন, ছিনতাইকারীরা ৪-৫ জন ছিল। তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে।
এসআই রাজু কামাল আরও বলেন, ছিনতাইয়ের ঘটনাস্থলটি বগুড়া শাজাহানপুর নাকি সদর এলাকায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘটনায় থানায় অভিযোগ হবে।
সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন শাজাহানপুর উপজেলার সীমানায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তারা লতিফপুর বাঁশ হাট এলাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। ওই দুজন সোমবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ফেরেন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে