চুরির অভিযোগে নির্যাতনে দুই শ্রমিক হত্যা, বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৩০

রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিক হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মানববন্ধনে অন্যান্যদের সঙ্গে নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।

আজ সোমবার দুপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। এতে বক্তব্য রাখেন—ইনসাবের জেলা শাখার সভাপতি আবদুল কাইউম, প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ সংগঠনের নেতারা।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাজশাহী বিসিক এলাকার মডার্ন ফুড ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুল্লাহের লোকজন নির্মাণ শ্রমিক রাকিবুল ইসলাম ও তাঁর সহকারী রেজাউল করিমকে অমানবিক অত্যাচার চালিয়ে হত্যা করে।

নিহত রাজমিস্ত্রি রাকিবুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোলাম মোস্তফার ছেলে তাঁর সহকারী রেজাউলের বাড়ি নওগাঁ জেলায়। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত