প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বড় পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে মো. আব্দুস সালাম (৪২), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ (২৫) ও একই এলাকার কাইয়ূম হোসেনের স্ত্রী মোছা-নুপুর আক্তার (১৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় 'মা-বাবার দোয়া খাবার হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট' এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর সদস্যরা।
এ সময় তাঁদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব। একই সঙ্গে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বড় পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে মো. আব্দুস সালাম (৪২), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ (২৫) ও একই এলাকার কাইয়ূম হোসেনের স্ত্রী মোছা-নুপুর আক্তার (১৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় 'মা-বাবার দোয়া খাবার হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট' এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর সদস্যরা।
এ সময় তাঁদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব। একই সঙ্গে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে