কলমাকান্দা সীমান্তে ৫ লাখ টাকার চা পাতা জব্দ

প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২১, ১৮: ১৪

কলমাকান্দা (নেত্রকোনা): নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ৭৫০ কেজি ভারতী চা-পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যার সিজার মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা। তবে এ ঘটনায় কোন চোরাকারী আটক করতে পারেনি বিজিবি।

আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপি এর (বর্ডার অবজারভেশন পোস্ট) হাবিলদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত পিলার নম্বর ১১৭১ হতে আনুমানিক দেড় শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে ৭৫০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে টহল দলটি।

জব্দকৃত ভারতীয় চা-পাতার সিজার মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। তবে কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি এর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত