শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অটোরিকশাটি পুরোপুরি পুড়ে গেছে। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে চালক আহত হয়েছেন।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জমার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোরিকশা চালক আব্দুর ছালাম বলেন, ‘রাতে মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে রওনা হই জৈনা বাজারের উদ্দেশে। এমসি বাজার এলাকায় পৌঁছামাত্র কমপক্ষে ১০ জন লোক এসে এলোপাতাড়ি ইট ছোড়ে। এরপর দ্রুত সিএনজি থেকে নামতে হুমকি দিলে যাত্রীরা নেমে যায়। আমি নেমে দৌড়ে পালিয়ে যাই। এ সময় লাঠি দিয়ে কয়েকটি আঘাত করে। এরপর পেট্রল ছিটিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিমেষেই আমার গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাদের ছোড়া ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে আমার হাত কেটে যায়।’
আব্দুস ছালামের বাড়ি কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই ইসাহাক বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অটোরিকশাটি পুরোপুরি পুড়ে গেছে। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে চালক আহত হয়েছেন।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জমার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোরিকশা চালক আব্দুর ছালাম বলেন, ‘রাতে মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে রওনা হই জৈনা বাজারের উদ্দেশে। এমসি বাজার এলাকায় পৌঁছামাত্র কমপক্ষে ১০ জন লোক এসে এলোপাতাড়ি ইট ছোড়ে। এরপর দ্রুত সিএনজি থেকে নামতে হুমকি দিলে যাত্রীরা নেমে যায়। আমি নেমে দৌড়ে পালিয়ে যাই। এ সময় লাঠি দিয়ে কয়েকটি আঘাত করে। এরপর পেট্রল ছিটিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিমেষেই আমার গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাদের ছোড়া ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে আমার হাত কেটে যায়।’
আব্দুস ছালামের বাড়ি কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই ইসাহাক বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে