শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ভুয়া দলিল তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মামলায় শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কামরুজ্জামান আজমলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাঁকে আজ রোববার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা এলাকার স্বাধীন হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কামরুজ্জামান আজমল (৪০) পৌর এলাকার লোহাগাছ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুয়া দলিল তৈরির ফলে প্রতারণার শিকার হয়ে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের তৌহিদ নামের এক ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার কার্যক্রম শেষে দলিল লেখক কামরুজ্জামান আজমলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় অন্যান্য আসামিরা জামিনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জমির কাগজপত্র যাচাই-বাছাই করেছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর। তিনি বলেন, ‘জমি কেনাবেচার আগে আমার কাছে ওই জমির কাগজপত্র নিয়ে আসে উভয় পক্ষ। সেখানে দেখা যায়, ২০০৯-১০ সালের দিকে হেবা দলিল মূলে মালিকানা অর্জন করে নামজারি জমা দিয়ে খাজনা পরিশোধ করেন কামরুন্নেছা মমতাজ নামের এক নারী। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রে নাম জটিলতা দেখে তাঁদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন নেওয়ার কথা বলা হয়। কিন্তু কামরুন্নেছা মমতাজ তাঁর মায়ের মৃত্যুর পরও জীবিত দেখিয়ে আরেকটি দলিল তৈরি করেন। যেটি নিয়ে মামলা চলছে।
শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শাহজাহান মণ্ডল বলেন, আসলে একটি দলিল তৈরিতে দাতা ও গ্রহীতার ভূমিকায় মুখ্য। সেখানে দলিল ভুল বা ভুয়া হওয়ার বিষয় লেখকেরা তেমনভাবে জড়িত থাকে না। তারপরও কেউ যদি ভুয়া দলিল তৈরি করে প্রতারণা করে এবং তা যদি আইনের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই দলিল লেখক সমিতির পক্ষ থেকেও শাস্তির ব্যবস্থা করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী আদালতে সি আর মামলা দায়েরের পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর গতকাল শনিবার রাতে কামরুজ্জামান আজমলকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ভুয়া দলিল তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মামলায় শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কামরুজ্জামান আজমলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাঁকে আজ রোববার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা এলাকার স্বাধীন হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কামরুজ্জামান আজমল (৪০) পৌর এলাকার লোহাগাছ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুয়া দলিল তৈরির ফলে প্রতারণার শিকার হয়ে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের তৌহিদ নামের এক ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার কার্যক্রম শেষে দলিল লেখক কামরুজ্জামান আজমলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় অন্যান্য আসামিরা জামিনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জমির কাগজপত্র যাচাই-বাছাই করেছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর। তিনি বলেন, ‘জমি কেনাবেচার আগে আমার কাছে ওই জমির কাগজপত্র নিয়ে আসে উভয় পক্ষ। সেখানে দেখা যায়, ২০০৯-১০ সালের দিকে হেবা দলিল মূলে মালিকানা অর্জন করে নামজারি জমা দিয়ে খাজনা পরিশোধ করেন কামরুন্নেছা মমতাজ নামের এক নারী। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রে নাম জটিলতা দেখে তাঁদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন নেওয়ার কথা বলা হয়। কিন্তু কামরুন্নেছা মমতাজ তাঁর মায়ের মৃত্যুর পরও জীবিত দেখিয়ে আরেকটি দলিল তৈরি করেন। যেটি নিয়ে মামলা চলছে।
শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শাহজাহান মণ্ডল বলেন, আসলে একটি দলিল তৈরিতে দাতা ও গ্রহীতার ভূমিকায় মুখ্য। সেখানে দলিল ভুল বা ভুয়া হওয়ার বিষয় লেখকেরা তেমনভাবে জড়িত থাকে না। তারপরও কেউ যদি ভুয়া দলিল তৈরি করে প্রতারণা করে এবং তা যদি আইনের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই দলিল লেখক সমিতির পক্ষ থেকেও শাস্তির ব্যবস্থা করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী আদালতে সি আর মামলা দায়েরের পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর গতকাল শনিবার রাতে কামরুজ্জামান আজমলকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১২ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১২ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১২ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৬ দিন আগে