আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়িতে ২৬ বছর আগে স্ত্রী ও এক বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে চাবাগানের শ্রমিক রৌশন আলীকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। এ সময় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত রৌশন আলী ফটিকছড়ির ভুজপুর থানার মতিন নগরের মৃত কেরামত আলীর ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া গ্রামের জনৈক আব্দুর রহিমের মেয়ে মমতাজের সঙ্গে চা শ্রমিক রৌশনের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ লেগেই থাকত। একপর্যায়ে মমতাজ বাবার বাড়ি চলে যান। এরপর ১৯৯৬ সালের জুন মাসে মমতাজ তাঁর এক বছরের মেয়ে আকলিমাকে নিয়ে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যান। ফেরার পথে মা ও মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভুজপুরের বাগান বাজারের একটি চাবাগানে নিয়ে যান রৌশন আলী। সেখানকার একটি কূপের ভেতর মা ও মেয়েকে ফেলে দিয়ে হত্যা করেন তিনি।
এদিকে, মমতাজের বাবা ফটিকছড়ি থানায় মেয়ে ও নাতনি নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি করেন। শুরু থেকেই তিনি মেয়ের জামাতাকে সন্দেহ করে আসছিলেন। এক বছর পর ১৯৯৭ সালের ২২ ফেব্রুয়ারি রৌশনকে বাগান বাজার এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসীরা তাঁকে ধরে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যান। সেখানে তিনি স্থানীয়দের কাছে স্ত্রী ও মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন। পরে পুলিশ এসে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়। রিমান্ডে তিনি স্ত্রী ও মেয়েকে চাবাগানের ৬ নম্বর কূপে ফেলে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ ওই কূপ থেকে মা ও মেয়ের মাথার খুলি, নাকফুল ও হাড় উদ্ধার করে এবং মামলার আলামত হিসেবে জব্দ করেন।
এ ঘটনায় মমতাজের বাবা ফটিকছড়ি থানায় ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯৯৮ সালের ২০ জুলাই তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছরের ৬ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আজ ১২ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দিয়েছেন।
অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে ২৬ বছর আগে স্ত্রী ও এক বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে চাবাগানের শ্রমিক রৌশন আলীকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। এ সময় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত রৌশন আলী ফটিকছড়ির ভুজপুর থানার মতিন নগরের মৃত কেরামত আলীর ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া গ্রামের জনৈক আব্দুর রহিমের মেয়ে মমতাজের সঙ্গে চা শ্রমিক রৌশনের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ লেগেই থাকত। একপর্যায়ে মমতাজ বাবার বাড়ি চলে যান। এরপর ১৯৯৬ সালের জুন মাসে মমতাজ তাঁর এক বছরের মেয়ে আকলিমাকে নিয়ে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যান। ফেরার পথে মা ও মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভুজপুরের বাগান বাজারের একটি চাবাগানে নিয়ে যান রৌশন আলী। সেখানকার একটি কূপের ভেতর মা ও মেয়েকে ফেলে দিয়ে হত্যা করেন তিনি।
এদিকে, মমতাজের বাবা ফটিকছড়ি থানায় মেয়ে ও নাতনি নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি করেন। শুরু থেকেই তিনি মেয়ের জামাতাকে সন্দেহ করে আসছিলেন। এক বছর পর ১৯৯৭ সালের ২২ ফেব্রুয়ারি রৌশনকে বাগান বাজার এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসীরা তাঁকে ধরে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যান। সেখানে তিনি স্থানীয়দের কাছে স্ত্রী ও মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন। পরে পুলিশ এসে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়। রিমান্ডে তিনি স্ত্রী ও মেয়েকে চাবাগানের ৬ নম্বর কূপে ফেলে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ ওই কূপ থেকে মা ও মেয়ের মাথার খুলি, নাকফুল ও হাড় উদ্ধার করে এবং মামলার আলামত হিসেবে জব্দ করেন।
এ ঘটনায় মমতাজের বাবা ফটিকছড়ি থানায় ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯৯৮ সালের ২০ জুলাই তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছরের ৬ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আজ ১২ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দিয়েছেন।
অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১২ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১২ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১২ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৬ দিন আগে