নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর মডেল থানার কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন দন্ত্য চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল। তিনজন ছিনতাইকারী এ ঘটনায় জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ। তবে বুলবুলের বন্ধু ও প্রতিবেশীরা বলছেন, এটি পরিকল্পিত হত্যা। টাকা, মোবাইল পকেটেই রয়ে গেছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতগুলো সব কোমরের নিচের অংশে। তিনি রক্তক্ষরণে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
আজ রোববার সকাল সাড়ে ৫টার দিকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া বাসা থেকে বের হন বুলবুল। সকাল ৮টার দিকে তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা। বুলবুলের ছয় বছর বয়সী একটি মেয়ে ও ১৫ মাস বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর বাড়ি রংপুর সদরের ভগিবালা পাড়া এলাকায়।
আহমেদ মাহী বুলবুল পেশায় ছিলেন দন্ত্য চিকিৎসক। মগবাজারে নিজস্ব চেম্বার রয়েছে। পাশাপাশি বুলবুল অ্যান্ড বুলবুল ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি নোয়াখালীর সোনাপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি কাজ পেয়েছিলেন। সেখানে যাওয়ার জন্যই আজ ভোরে বাসা থেকে বের হন।
সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের সামনে কথা হয় ডাক্তার বুলবুলের দীর্ঘদিনের প্রতিবেশী সামছুজ্জামানের সঙ্গে। পেশায় ব্যবসায়ী সামছুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে বুলবুল ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তিনি আমাকে বলেছিলেন, নোয়াখালীতে একটি কাজ পেয়েছেন। সেখানে যাবেন। আমাকে বলেছিলেন, যেন তাঁর মেয়েকে স্কুলে দিয়ে আসি।’
ডাক্তার বুলবুলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে সামছুজ্জামান বলেন, ‘বুলবুল ভাই আমাকে খালাতো ভাই বলে ডাকতেন। আপন ভাইয়ের মতো আমাদের সম্পর্ক ছিল। যেকোনো সমস্যায় তিনি এগিয়ে আসতেন। তাঁকে সবাই গরিবের ডাক্তার হিসেবে চিনত।’
এটি পরিকল্পিত হত্যা দাবি করে সামছুজ্জামান বলেন, ‘এই ঘটনা ছিনতাই হতে পারে না। তাঁর সঙ্গে থাকা ১২ হাজার টাকা ও দুটি মোবাইলের একটি পকেটেই রয়ে গেছে। তবে যে মোবাইলে তাঁর ব্যক্তিগত তথ্য থাকতে পারে সেটি নিয়ে গেছে। আর তাঁর হাঁটুর দিকে ছুরির টান আছে। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।’
মিরপুরের পশ্চিম কাজীপাড়ার মেট্রোরেল স্টেশনের ২৭৮ নম্বর পিলারের পাশ থেকে ডাক্তার বুলবুলকে উদ্ধার করেন বিহঙ্গ পরিবহনের বাসের একজন চালক। ঘটনাস্থল পরিদর্শনে এসে এমন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা মহানগর উত্তরের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। ধারণা করছি, ছিনতাইয়ের ঘটনা থেকেই এমন ঘটেছে। ঘটনাস্থল থেকে ডাক্তার বুলবুলকে বিহঙ্গ পরিবহনের একজন বাস চালক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। আমরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
এদিকে ডাক্তার বুলবুলের সঙ্গে নোয়াখালী যাওয়ার কথা ছিল রঙমিস্ত্রি সোহরাব হোসেনের। চার বছর ধরে বুলবুলের সঙ্গে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাকে ভোর সাড়ে ৪টার দিকে বুলবুল ভাই ফার্মগেটে আসতে বলেন। আমি মহাখালী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে তাঁকে কল দেই কিন্তু ধরে নাই। পরে পুলিশ কল ধরে আমাকে জানায়, তিনি হাসপাতালে আছেন। আমাকে সেখানে যেতে বলে। আমি গিয়ে দেখি তিনি মারা গেছেন।’
জামাই নিহতের খবর শুনে দিনাজপুর থেকে ঢাকা এসেছেন বুলবুলের শ্বশুর সাবেক সেনা কর্মকর্তা মো. ইয়াকুব আলী। মিরপুর মডেল থানায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমার মেয়ের সুখের সংসার। ১০ বছরে তাদের পারিবারিক কোনো ঝামেলা ছিল না। কীভাবে এমন হলো কিছু বুঝতে পারছি না। কারে সন্দেহ করবো আমরা তো কিছু জানি না। দ্রুত এই হত্যার কারণ উদ্ঘাটনের দাবি জানাই।’
এ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহতাব উদ্দিন। তিনি বলেন, ‘ভোরে পশ্চিম শেওড়াপাড়া বাসা থেকে একটি অটোরিকশায় করে পশ্চিম কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনের নিচে আসেন বুলবুল। ২৭৮ নম্বর পিলারের কাছে তাঁর পথ আটকে তিনজন ছিনতাইকারী ডান পায়ের ঊরুতে আঘাত করে। উদ্ধার করে পাশের আল হেলাল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁকে বহনকারী অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে জানিয়ে মিরপুরের ডিসি বলেন, ‘ডান পায়ের ঊরুতে স্ট্যাব করার কারণে মৃত্যুটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। তবে আসল কারণটা বলতে পারবেন চিকিৎসকেরা। ছিনতাইকারীদের চিহ্নিত করতে কাজ চলছে। এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’
রাজধানীর মিরপুর মডেল থানার কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন দন্ত্য চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল। তিনজন ছিনতাইকারী এ ঘটনায় জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ। তবে বুলবুলের বন্ধু ও প্রতিবেশীরা বলছেন, এটি পরিকল্পিত হত্যা। টাকা, মোবাইল পকেটেই রয়ে গেছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতগুলো সব কোমরের নিচের অংশে। তিনি রক্তক্ষরণে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
আজ রোববার সকাল সাড়ে ৫টার দিকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া বাসা থেকে বের হন বুলবুল। সকাল ৮টার দিকে তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা। বুলবুলের ছয় বছর বয়সী একটি মেয়ে ও ১৫ মাস বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর বাড়ি রংপুর সদরের ভগিবালা পাড়া এলাকায়।
আহমেদ মাহী বুলবুল পেশায় ছিলেন দন্ত্য চিকিৎসক। মগবাজারে নিজস্ব চেম্বার রয়েছে। পাশাপাশি বুলবুল অ্যান্ড বুলবুল ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি নোয়াখালীর সোনাপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি কাজ পেয়েছিলেন। সেখানে যাওয়ার জন্যই আজ ভোরে বাসা থেকে বের হন।
সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের সামনে কথা হয় ডাক্তার বুলবুলের দীর্ঘদিনের প্রতিবেশী সামছুজ্জামানের সঙ্গে। পেশায় ব্যবসায়ী সামছুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে বুলবুল ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তিনি আমাকে বলেছিলেন, নোয়াখালীতে একটি কাজ পেয়েছেন। সেখানে যাবেন। আমাকে বলেছিলেন, যেন তাঁর মেয়েকে স্কুলে দিয়ে আসি।’
ডাক্তার বুলবুলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে সামছুজ্জামান বলেন, ‘বুলবুল ভাই আমাকে খালাতো ভাই বলে ডাকতেন। আপন ভাইয়ের মতো আমাদের সম্পর্ক ছিল। যেকোনো সমস্যায় তিনি এগিয়ে আসতেন। তাঁকে সবাই গরিবের ডাক্তার হিসেবে চিনত।’
এটি পরিকল্পিত হত্যা দাবি করে সামছুজ্জামান বলেন, ‘এই ঘটনা ছিনতাই হতে পারে না। তাঁর সঙ্গে থাকা ১২ হাজার টাকা ও দুটি মোবাইলের একটি পকেটেই রয়ে গেছে। তবে যে মোবাইলে তাঁর ব্যক্তিগত তথ্য থাকতে পারে সেটি নিয়ে গেছে। আর তাঁর হাঁটুর দিকে ছুরির টান আছে। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।’
মিরপুরের পশ্চিম কাজীপাড়ার মেট্রোরেল স্টেশনের ২৭৮ নম্বর পিলারের পাশ থেকে ডাক্তার বুলবুলকে উদ্ধার করেন বিহঙ্গ পরিবহনের বাসের একজন চালক। ঘটনাস্থল পরিদর্শনে এসে এমন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা মহানগর উত্তরের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। ধারণা করছি, ছিনতাইয়ের ঘটনা থেকেই এমন ঘটেছে। ঘটনাস্থল থেকে ডাক্তার বুলবুলকে বিহঙ্গ পরিবহনের একজন বাস চালক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। আমরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
এদিকে ডাক্তার বুলবুলের সঙ্গে নোয়াখালী যাওয়ার কথা ছিল রঙমিস্ত্রি সোহরাব হোসেনের। চার বছর ধরে বুলবুলের সঙ্গে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাকে ভোর সাড়ে ৪টার দিকে বুলবুল ভাই ফার্মগেটে আসতে বলেন। আমি মহাখালী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে তাঁকে কল দেই কিন্তু ধরে নাই। পরে পুলিশ কল ধরে আমাকে জানায়, তিনি হাসপাতালে আছেন। আমাকে সেখানে যেতে বলে। আমি গিয়ে দেখি তিনি মারা গেছেন।’
জামাই নিহতের খবর শুনে দিনাজপুর থেকে ঢাকা এসেছেন বুলবুলের শ্বশুর সাবেক সেনা কর্মকর্তা মো. ইয়াকুব আলী। মিরপুর মডেল থানায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমার মেয়ের সুখের সংসার। ১০ বছরে তাদের পারিবারিক কোনো ঝামেলা ছিল না। কীভাবে এমন হলো কিছু বুঝতে পারছি না। কারে সন্দেহ করবো আমরা তো কিছু জানি না। দ্রুত এই হত্যার কারণ উদ্ঘাটনের দাবি জানাই।’
এ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহতাব উদ্দিন। তিনি বলেন, ‘ভোরে পশ্চিম শেওড়াপাড়া বাসা থেকে একটি অটোরিকশায় করে পশ্চিম কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনের নিচে আসেন বুলবুল। ২৭৮ নম্বর পিলারের কাছে তাঁর পথ আটকে তিনজন ছিনতাইকারী ডান পায়ের ঊরুতে আঘাত করে। উদ্ধার করে পাশের আল হেলাল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁকে বহনকারী অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে জানিয়ে মিরপুরের ডিসি বলেন, ‘ডান পায়ের ঊরুতে স্ট্যাব করার কারণে মৃত্যুটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। তবে আসল কারণটা বলতে পারবেন চিকিৎসকেরা। ছিনতাইকারীদের চিহ্নিত করতে কাজ চলছে। এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে