শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আকাশ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার মাওনা গ্রামের আব্দুল করিমের ছেলে।
ভুক্তভোগী যুবক রানা মিয়া (৩০) মাওনা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাঈদুল ইসলাম বলেন, ‘গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে আকাশ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি রানাকে নির্যাতনের বিষয়টি শিকার করেছেন। ভ্যানগাড়ি চুরির অপবাদে রানাকে বাড়ি থেকে ডেকে মাওনা বাজার পিয়ার আলী কলেজের পাশে আকাশ তাঁর ভাই শিপনের দোকানের সামনে নিয়ে যান। পরে আকাশসহ বাকি পলাতক আসামিরা মিলে রড, হাতুড়ি, লাঠি, ড্রিল মেশিন দিয়ে রানাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। মারধরের একপর্যায়ে রানা চিৎকার করলে মুখের ভেতর কাগজ গুঁজে দেওয়া হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আকাশ নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আকাশ মামলার ২ নম্বর আসামি। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় গুরুতর আহতাবস্থায় রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেওয়ার পথে মারা যান। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে চুরির অপবাদে রানা ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় রানার বাবা আমিরুল ইসলাম ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আকাশ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার মাওনা গ্রামের আব্দুল করিমের ছেলে।
ভুক্তভোগী যুবক রানা মিয়া (৩০) মাওনা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাঈদুল ইসলাম বলেন, ‘গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে আকাশ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি রানাকে নির্যাতনের বিষয়টি শিকার করেছেন। ভ্যানগাড়ি চুরির অপবাদে রানাকে বাড়ি থেকে ডেকে মাওনা বাজার পিয়ার আলী কলেজের পাশে আকাশ তাঁর ভাই শিপনের দোকানের সামনে নিয়ে যান। পরে আকাশসহ বাকি পলাতক আসামিরা মিলে রড, হাতুড়ি, লাঠি, ড্রিল মেশিন দিয়ে রানাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। মারধরের একপর্যায়ে রানা চিৎকার করলে মুখের ভেতর কাগজ গুঁজে দেওয়া হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আকাশ নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আকাশ মামলার ২ নম্বর আসামি। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় গুরুতর আহতাবস্থায় রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেওয়ার পথে মারা যান। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে চুরির অপবাদে রানা ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় রানার বাবা আমিরুল ইসলাম ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১১ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১১ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৫ দিন আগে