নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (৩৫)। তিনি কাকাবোর গ্রামের মো. শওকত হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাকাবোর খেয়াঘাট এলাকার ১৮ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী রহিম মিয়া, ইউনুস, ইয়ানুস ও মানিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে রমজান আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রহিম, ইউনুস, ইয়ানুস ও মানিকসহ ৮ থেকে ১০ জন লোক নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখলের চেষ্টা চালান।
খবর পেয়ে রমজান আলী তাঁর ভগ্নিপতি সেলিম মিয়াকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন রমজান আলী ও সেলিমকে ধাওয়া করে। সেলিম সেখান থেকে পালাতে সক্ষম হলেও রমজান আলীকে ধরে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। মুমূর্ষু অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রমজান আলীর স্ত্রী সোহানা আক্তার অভিযোগ করেন, ‘স্বজনেরা আমার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ সময় তাঁরা আমার স্বামীর সঙ্গে থাকা স্বজনদেরও মারধর করেন। এ কারণে দ্রুত আমার স্বামীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পথেই তিনি মারা যান।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি শাহ্ জামান বলেন, জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (৩৫)। তিনি কাকাবোর গ্রামের মো. শওকত হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাকাবোর খেয়াঘাট এলাকার ১৮ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী রহিম মিয়া, ইউনুস, ইয়ানুস ও মানিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে রমজান আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রহিম, ইউনুস, ইয়ানুস ও মানিকসহ ৮ থেকে ১০ জন লোক নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখলের চেষ্টা চালান।
খবর পেয়ে রমজান আলী তাঁর ভগ্নিপতি সেলিম মিয়াকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন রমজান আলী ও সেলিমকে ধাওয়া করে। সেলিম সেখান থেকে পালাতে সক্ষম হলেও রমজান আলীকে ধরে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। মুমূর্ষু অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রমজান আলীর স্ত্রী সোহানা আক্তার অভিযোগ করেন, ‘স্বজনেরা আমার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ সময় তাঁরা আমার স্বামীর সঙ্গে থাকা স্বজনদেরও মারধর করেন। এ কারণে দ্রুত আমার স্বামীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পথেই তিনি মারা যান।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি শাহ্ জামান বলেন, জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৪ দিন আগে