শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর ঈদের কেনাকাটা করে ফেরার পথে এক কৃষককে ছিনতাইকারী সাজিয়ে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই কৃষক।
গত শুক্রবার রাত আটটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে এ ঘটনা।
ভুক্তভোগী ব্যক্তির নাম তাইজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক।
আজ রোববার কথা হয় ভুক্তভোগী কৃষক তাইজুল ইসলামের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পরে ঈদের কেনাকাটা করতে কিতাব আলী মাস্টার টাওয়ার যাই। এরপর একমাত্র মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের জন্য ঈদের নতুন জামা-কাপড় কিনে মার্কেটর সামনে আসি। এ সময় সাত-আটজনের একটি চক্র আমাকে এসে বলতে থাকে তুই ছিনতাইকারী, এই বলে আমার কাছ থেকে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ছিনতাইকারী বলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর কৌশলে আমার সঙ্গে থাকা নতুন জামা-কাপড় ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমি অনেকবার তাদের আকুতি-মিনতি করি। কিন্তু তারা একের পর এক আঘাত করতে থাকে।’
তাইজুল আরও বলেন, ‘একপর্যায়ে ওরা আমাকে তুলে নিয়ে যায় উড়ালসেতুর নিচে, ওখানে নিয়ে গেলে কর্তব্যরত পুলিশের সহায়তা চেয়েও নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা করেনি পুলিশ। এরপর আমাকে পাশের একটি সেলুনে নিয়ে অনেক নির্যাতন করে গোপন পকেটে থাকা টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে ফেলে যায় ওরা।’
নির্যাতনকারীদের বিষয়ে জানতে চাইলে তাইজুল বলেন, ‘ছিনতাইকারী চক্রের সদস্যরা ২৫ বছর বয়সী হবে, আর কয়েকজনের বয়স আর একটু বেশি।’
নির্যাতনের শিকার তাইজুল ইসলামের বড় ভাই ফাইজুল ইসলাম বলেন, ‘ওরা আমার ভাইকে নির্মমভাবে নির্যাতন করেছে। তার চোখের সমস্যা অনেক, চোখ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ঈদের জন্য অনেক হাসপাতালে ভালো চিকিৎসক পাচ্ছি না। চিকিৎসা করানোর জন্য ময়মনসিংহ, শ্রীপুর ঢাকায় বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করছি। ভালো মানের চিকিৎসক পাচ্ছি না।’
ফাইজুল আরও বলেন, ‘এভাবে ছিনতাইকারী সাজিয়ে আমার ভাইকে নির্মম নির্যাতন করল আসল ছিনতাইকারীরা, তবুও পুলিশ আমার ভাইকে রক্ষা করল না। আশপাশের সকল স্থানে রয়েছে অসংখ্য সিসিটিভি, সেই সকল সিসিটিভি ক্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে আসল ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব।’
এ বিষয়ে জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার নজরে নেই। তবে ওই দিন ওই সময়ে পুলিশের কোন সদস্য ডিউটিতে ছিল, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। তা ছাড়া এখানে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো ধরনের লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুর ঈদের কেনাকাটা করে ফেরার পথে এক কৃষককে ছিনতাইকারী সাজিয়ে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই কৃষক।
গত শুক্রবার রাত আটটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে এ ঘটনা।
ভুক্তভোগী ব্যক্তির নাম তাইজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক।
আজ রোববার কথা হয় ভুক্তভোগী কৃষক তাইজুল ইসলামের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পরে ঈদের কেনাকাটা করতে কিতাব আলী মাস্টার টাওয়ার যাই। এরপর একমাত্র মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের জন্য ঈদের নতুন জামা-কাপড় কিনে মার্কেটর সামনে আসি। এ সময় সাত-আটজনের একটি চক্র আমাকে এসে বলতে থাকে তুই ছিনতাইকারী, এই বলে আমার কাছ থেকে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ছিনতাইকারী বলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর কৌশলে আমার সঙ্গে থাকা নতুন জামা-কাপড় ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমি অনেকবার তাদের আকুতি-মিনতি করি। কিন্তু তারা একের পর এক আঘাত করতে থাকে।’
তাইজুল আরও বলেন, ‘একপর্যায়ে ওরা আমাকে তুলে নিয়ে যায় উড়ালসেতুর নিচে, ওখানে নিয়ে গেলে কর্তব্যরত পুলিশের সহায়তা চেয়েও নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা করেনি পুলিশ। এরপর আমাকে পাশের একটি সেলুনে নিয়ে অনেক নির্যাতন করে গোপন পকেটে থাকা টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে ফেলে যায় ওরা।’
নির্যাতনকারীদের বিষয়ে জানতে চাইলে তাইজুল বলেন, ‘ছিনতাইকারী চক্রের সদস্যরা ২৫ বছর বয়সী হবে, আর কয়েকজনের বয়স আর একটু বেশি।’
নির্যাতনের শিকার তাইজুল ইসলামের বড় ভাই ফাইজুল ইসলাম বলেন, ‘ওরা আমার ভাইকে নির্মমভাবে নির্যাতন করেছে। তার চোখের সমস্যা অনেক, চোখ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ঈদের জন্য অনেক হাসপাতালে ভালো চিকিৎসক পাচ্ছি না। চিকিৎসা করানোর জন্য ময়মনসিংহ, শ্রীপুর ঢাকায় বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করছি। ভালো মানের চিকিৎসক পাচ্ছি না।’
ফাইজুল আরও বলেন, ‘এভাবে ছিনতাইকারী সাজিয়ে আমার ভাইকে নির্মম নির্যাতন করল আসল ছিনতাইকারীরা, তবুও পুলিশ আমার ভাইকে রক্ষা করল না। আশপাশের সকল স্থানে রয়েছে অসংখ্য সিসিটিভি, সেই সকল সিসিটিভি ক্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে আসল ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব।’
এ বিষয়ে জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার নজরে নেই। তবে ওই দিন ওই সময়ে পুলিশের কোন সদস্য ডিউটিতে ছিল, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। তা ছাড়া এখানে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো ধরনের লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে