ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থীদের সংঘবদ্ধ অপরাধ চক্র ‘প্রলয় গ্যাংয়ের’ ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৭ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি) মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন ডিসিপ্লিনারি বোর্ডের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো. মাকসুদুর রহমান।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর কনসালট্যান্ট ডা. রেহেনা আক্তারের ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর আলভি আরসালানকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কার করেছে এবং একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—মর্মে কারণ দর্শানোর নোটিশের জবাবও দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়া প্রলয় গ্যাংয়ের সদস্যরা হলেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তবারক মিয়া, একই হলের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সৈয়দ নাসিফ ইমতিয়াজকে ২ বছর করে, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও একই হলের গোলাম ইসরাফ আরিফ সাহিল, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ফয়সাল আহমেদ সাকিব, মার্কেটিং বিভাগের মো. শফিউল ইসলাম শোভন, মাস্টারদা সূর্যসেন হল এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মো. ফারহান লাবিব, দর্শন বিভাগ এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সাদনিম খান অর্ণবকে, ফিন্যান্স বিভাগের মোশারফ হোসাইন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের হেদায়েতুন নূর রিশান, একই হলের এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. সাদমান তৌহিদকে ১ বছর , নৃবিজ্ঞান ও কবি জসীম উদ্দিন হলের মো. নাইমুর দুর্জয়, একই হলের এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদ ইব্রাহিমকে, কবি জসীম উদ্দিন হলের রহমান জিয়া এবং সাকিব ফেরদৌসকে ৬ মাস একাডেমিক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়।
সতর্কবার্তা পাওয়া প্রলয় গ্যাংয়ের সদস্যরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবু রায়হান, লোক প্রশাসন ও জগন্নাথ হলের প্রত্যয় সাহা এবং জয় বিশ্বাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আরিফ মনোয়ার মাহিন ও একই হলের আব্দুল্লাহ আল আরিফ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মুরসালিন ফাইয়াজ এবং একই হলের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ফেরদৌস আলম।
চলতি বছরের ২৫ মার্চ রাতে প্রলয় গ্যাংয়ের একদল সদস্যদের হাতে মারধরের শিকার হন স্যার এ এফ রহমান হল ও অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন তাঁর মা সাদিয়া আফরোজ খান।
আজকের পত্রিকার অনুসন্ধানে ঢাবি ক্যাম্পাস এলাকার পানির ব্যবসা নিয়ন্ত্রণ, পানির পাম্পের কক্ষ দখল, ঢাবি মেডিকেলের কক্ষ দখল, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদকে মারধরসহ বিভিন্ন অপকর্মে প্রলয় গ্যাংয়ের জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইকবাল রউফ মামুনকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর এম এল পলাশকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আন্তহল তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৭ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয়। একসময়ের মারধরের শিকার হওয়া জুবায়ের ইবনে হুমায়ুনও সংঘবদ্ধ চক্রের সঙ্গে যোগ দিয়েছে। এদিকে মীর আরসালানকে মারধরের ঘটনায় জুবায়ের ইবনে হুমায়ুনকেও আসামী করা হয়।
এদিকে গত ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মীর আলভি আরসালানকে মারধরের ঘটনায় একজন ছাত্রকে নির্যাতনের অভিযোগে প্রলয় গ্যাংয়ের ৪ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় থেকে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—মর্মে ৭ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বহিষ্কৃতরা হলেন তবারক মিয়া, মুরসালিন ফাইয়াজ, ফয়সাল আহমেদ সাকিব এবং জুবায়ের ইবনে হুমায়ুন। মীর আলভি আরসালানকে মারধরের ঘটনায় তার মা রেহানা আক্তার শাহবাগ থানায় মামলা দায়ের করলে তবারক মিয়াকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তহল তদন্ত কমিটি যাচাই বাছাই করে প্রলয় গ্যাংয়ের সদস্যদের শাস্তির সুপারিশ করেছে। সুপারিশের ভিত্তিতে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৭ জনকে সতর্ক করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
প্রক্টর বলেন, অপরাধীরা কোনোভাবেই পার পাবে না, এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। অপরাধের পর শাস্তির মাধ্যমে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পরবর্তী কেউ অপরাধ করতে সাহস করবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থীদের সংঘবদ্ধ অপরাধ চক্র ‘প্রলয় গ্যাংয়ের’ ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৭ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি) মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন ডিসিপ্লিনারি বোর্ডের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো. মাকসুদুর রহমান।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর কনসালট্যান্ট ডা. রেহেনা আক্তারের ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর আলভি আরসালানকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কার করেছে এবং একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—মর্মে কারণ দর্শানোর নোটিশের জবাবও দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়া প্রলয় গ্যাংয়ের সদস্যরা হলেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তবারক মিয়া, একই হলের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সৈয়দ নাসিফ ইমতিয়াজকে ২ বছর করে, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও একই হলের গোলাম ইসরাফ আরিফ সাহিল, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ফয়সাল আহমেদ সাকিব, মার্কেটিং বিভাগের মো. শফিউল ইসলাম শোভন, মাস্টারদা সূর্যসেন হল এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মো. ফারহান লাবিব, দর্শন বিভাগ এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সাদনিম খান অর্ণবকে, ফিন্যান্স বিভাগের মোশারফ হোসাইন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের হেদায়েতুন নূর রিশান, একই হলের এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. সাদমান তৌহিদকে ১ বছর , নৃবিজ্ঞান ও কবি জসীম উদ্দিন হলের মো. নাইমুর দুর্জয়, একই হলের এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদ ইব্রাহিমকে, কবি জসীম উদ্দিন হলের রহমান জিয়া এবং সাকিব ফেরদৌসকে ৬ মাস একাডেমিক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়।
সতর্কবার্তা পাওয়া প্রলয় গ্যাংয়ের সদস্যরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবু রায়হান, লোক প্রশাসন ও জগন্নাথ হলের প্রত্যয় সাহা এবং জয় বিশ্বাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আরিফ মনোয়ার মাহিন ও একই হলের আব্দুল্লাহ আল আরিফ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মুরসালিন ফাইয়াজ এবং একই হলের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ফেরদৌস আলম।
চলতি বছরের ২৫ মার্চ রাতে প্রলয় গ্যাংয়ের একদল সদস্যদের হাতে মারধরের শিকার হন স্যার এ এফ রহমান হল ও অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন তাঁর মা সাদিয়া আফরোজ খান।
আজকের পত্রিকার অনুসন্ধানে ঢাবি ক্যাম্পাস এলাকার পানির ব্যবসা নিয়ন্ত্রণ, পানির পাম্পের কক্ষ দখল, ঢাবি মেডিকেলের কক্ষ দখল, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদকে মারধরসহ বিভিন্ন অপকর্মে প্রলয় গ্যাংয়ের জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইকবাল রউফ মামুনকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর এম এল পলাশকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আন্তহল তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৭ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয়। একসময়ের মারধরের শিকার হওয়া জুবায়ের ইবনে হুমায়ুনও সংঘবদ্ধ চক্রের সঙ্গে যোগ দিয়েছে। এদিকে মীর আরসালানকে মারধরের ঘটনায় জুবায়ের ইবনে হুমায়ুনকেও আসামী করা হয়।
এদিকে গত ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মীর আলভি আরসালানকে মারধরের ঘটনায় একজন ছাত্রকে নির্যাতনের অভিযোগে প্রলয় গ্যাংয়ের ৪ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় থেকে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—মর্মে ৭ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বহিষ্কৃতরা হলেন তবারক মিয়া, মুরসালিন ফাইয়াজ, ফয়সাল আহমেদ সাকিব এবং জুবায়ের ইবনে হুমায়ুন। মীর আলভি আরসালানকে মারধরের ঘটনায় তার মা রেহানা আক্তার শাহবাগ থানায় মামলা দায়ের করলে তবারক মিয়াকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তহল তদন্ত কমিটি যাচাই বাছাই করে প্রলয় গ্যাংয়ের সদস্যদের শাস্তির সুপারিশ করেছে। সুপারিশের ভিত্তিতে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৭ জনকে সতর্ক করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
প্রক্টর বলেন, অপরাধীরা কোনোভাবেই পার পাবে না, এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। অপরাধের পর শাস্তির মাধ্যমে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পরবর্তী কেউ অপরাধ করতে সাহস করবে না।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে