নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বিমানের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মামলায় দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেননি ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল হাসান আজকের পত্রিকাকে বলেন, কোন সংস্থা অধিকতর তদন্ত করবে, সে বিষয়ে ট্রাইব্যুনাল এখনো আদেশ দেননি।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে কিছু ভুলভ্রান্তি থাকায় অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম বলেন, আদেশ পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে কেন অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী আদালতে এই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
চার্জশিটে বলা হয়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। কিন্তু পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়োগ পরীক্ষার বাতিল ঘোষণা করা হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে দেখা যায়, প্রশ্নপত্র যাঁদের হেফাজতে থাকার কথা, তাঁরাই বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস করেন। সাক্ষ্য প্রমাণে বিমানের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, বিমানের কর্মকর্তা-কর্মচারীরা অসৎ উদ্দেশে অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সংগ্রহ, বিতরণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাঁরা সবাই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রয়-বিক্রয়, মিডিয়া ও বিতরণকারী চক্রের সদস্য মর্মে প্রমাণিত হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন বাংলাদেশ বিমানের নিরাপত্তা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মেজর তাইজ ইবনে আনোয়ার, মোটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর জাহাঙ্গীর আলমসহ ৩০ জন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ১২টি পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।
এদিকে ওই দিন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিমানবন্দর থানায় গত বছরের ২৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়োগ পরীক্ষার পদগুলো হলো জুনিয়র টেইলর কাম আপ হোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)।
বাংলাদেশ বিমানের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মামলায় দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেননি ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল হাসান আজকের পত্রিকাকে বলেন, কোন সংস্থা অধিকতর তদন্ত করবে, সে বিষয়ে ট্রাইব্যুনাল এখনো আদেশ দেননি।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে কিছু ভুলভ্রান্তি থাকায় অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম বলেন, আদেশ পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে কেন অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী আদালতে এই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
চার্জশিটে বলা হয়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। কিন্তু পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়োগ পরীক্ষার বাতিল ঘোষণা করা হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে দেখা যায়, প্রশ্নপত্র যাঁদের হেফাজতে থাকার কথা, তাঁরাই বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস করেন। সাক্ষ্য প্রমাণে বিমানের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, বিমানের কর্মকর্তা-কর্মচারীরা অসৎ উদ্দেশে অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সংগ্রহ, বিতরণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাঁরা সবাই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রয়-বিক্রয়, মিডিয়া ও বিতরণকারী চক্রের সদস্য মর্মে প্রমাণিত হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন বাংলাদেশ বিমানের নিরাপত্তা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মেজর তাইজ ইবনে আনোয়ার, মোটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর জাহাঙ্গীর আলমসহ ৩০ জন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ১২টি পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।
এদিকে ওই দিন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিমানবন্দর থানায় গত বছরের ২৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়োগ পরীক্ষার পদগুলো হলো জুনিয়র টেইলর কাম আপ হোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে