দলীয় পদের প্রলোভনে শ্রমিক লীগ নেত্রীকে ধর্ষণের চেষ্টা, কাউন্সিলর গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২২, ২০: ১২

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ফারুক আহমেদ গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকার কাউন্সিলরের কার্যালয় থেকে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কাউন্সিলর ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল ওই শ্রমিক লীগ নেত্রীর। তাঁরা একে অপরের বাসায় যাতায়াত করতেন। গত (২৩ মে) সোমবার সকাল ১০টার দিকে কাউন্সিলর ফারুক ওই শ্রমিক লীগ নেত্রীকে দলীয় পদ এনে দেওয়ার কথা বলে তাঁর বাসায় যান। পরে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার হুমকি দিয়ে বাসা থেকে চলে যান কাউন্সিলর ফারুক।

গতকাল শুক্রবার সকালে ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এরপর পুলিশ অভিযুক্ত কাউন্সিলর ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী শ্রমিক লীগ নেত্রী বলেন, ‘কাউন্সিলরের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। প্রয়োজনে আমরা একে অপরের বাসায় গিয়েছি। তিনি ঘটনার দিন বাসায় এসে আমাকে ধর্ষণের চেষ্টা করেন।’ 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে ওয়ার্ড কাউন্সিলকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত