নিখোঁজের তিন দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২০: ০২

নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর মীর মাইনুল হক (২৩) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারের টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

নিহত ওই যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে। 

থানা-পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হন মাইনুল। এরপর আর বাড়িতে ফেরেন নি তিনি। এরপর থেকে মাইনুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। 
মাইনুলের কোনো খোঁজ না পেয়ে একপর্যায়ে পলাশ থানায় একটি নিখোঁজ জিডি করেন নিহতের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০)। তারপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে থানা-পুলিশ। 

তথ্য নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘শুক্রবার সকালে নিহত মাইনুল হকের স্ত্রী থানায় এসে একটি নিখোঁজ জিডি করেন। এরপর মাইনুল হকের কল লোকেশনে জানতে পারি তার শেষ অবস্থান ঘোড়াশাল বাজার। তারপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্ত করার মধ্যেই খবর পাই যে মাইনুলের গলাকাটা লাশ তাঁর কর্মস্থল ডেন্টাল হাসপাতালে পড়ে আছে।’ 

ওসি আরও বলেন, ‘শনিবার বিকেলে টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) এর ডাক্তার শিহাবুল হক এসে অফিস খুলতেই দেখতে পায় ভেতরে গলাকাটা অবস্থায় মাইনুল হকের মরদেহটি পড়ে আছে। এরপর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার রহস্য উদ্ঘাটন করাসহ ঘাতককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত