টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার মালামাল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১টার দিকে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার মার্স র্স্টিচ নামক কারখানার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল মোল্লাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিল্লাল মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।
এ ঘটনায় অন্যান্য অভিযুক্তরা হলেন—শহিদ (৪৫), মাসুদ (২২), নাহিদ (২৫)। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—টঙ্গীর দত্তপাড়া এলাকার হারুনুর রশিদেরে ছেলে এস কে মোস্তাফিজুর রহমান (৪৩) ও তাঁর ভাই এস কে বনি (৩২), লক্ষীপুর জেলার রায়পুর থানার ছর বংশী উদমারা গ্রামের ইউসুফ আলীর ছেলে শাকিল (২৫) ও জামালপুর জেলার বকশিগঞ্জ থানার উকিল সরকারের ছেলে বাবু সরকার (২৪)।
সংবাদ সম্মেলনে ওসি মো. শাহ আলম জানান, শনিবার রাতে কারখানাটির ৫০ লাখ ২৬ হাজার ৫০০ টাকার কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যান আশুলিয়া এলাকার একটি কারখানার উদ্দেশ্য রওনা হয়। কাভার্ডভ্যানটি কারখানা থেকে বের হলেই চালক ও হেলপারকে জিম্মি করে ফেলে এ কে মোস্তাফিজ তাঁর ছোট ভাই এস কে বনি ও তাঁর সহযোগীরা। পরে টঙ্গীর বনমালা এলাকার একটি গুদামে কাপড় মজুত করা হয়।
ওসি আরও বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই কারখানা কর্তৃপক্ষ মালামাল উদ্ধার করতে টঙ্গী পশ্চিম থানা-পুলিশে অভিযোগ দেন। ঘটনার পরদিন রোববার রাতে পুলিশ অভিযুক্ত এস কে মোস্তাফিজ ও তাঁর তিন সহযোগীসহ টঙ্গীর বনমালা এলাকার ওই গুদাম থেকে কয়েক লাখ টাকার মালামাল জব্দ করে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কয়েক দিন আগে অভিযুক্তরা ওই কারখানাটিতে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে কারখানার কাভার্ডভ্যানে থাকা কাপড় ছিনতাই করেন। আজ গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পলাতক চারজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার মালামাল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১টার দিকে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার মার্স র্স্টিচ নামক কারখানার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল মোল্লাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিল্লাল মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।
এ ঘটনায় অন্যান্য অভিযুক্তরা হলেন—শহিদ (৪৫), মাসুদ (২২), নাহিদ (২৫)। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—টঙ্গীর দত্তপাড়া এলাকার হারুনুর রশিদেরে ছেলে এস কে মোস্তাফিজুর রহমান (৪৩) ও তাঁর ভাই এস কে বনি (৩২), লক্ষীপুর জেলার রায়পুর থানার ছর বংশী উদমারা গ্রামের ইউসুফ আলীর ছেলে শাকিল (২৫) ও জামালপুর জেলার বকশিগঞ্জ থানার উকিল সরকারের ছেলে বাবু সরকার (২৪)।
সংবাদ সম্মেলনে ওসি মো. শাহ আলম জানান, শনিবার রাতে কারখানাটির ৫০ লাখ ২৬ হাজার ৫০০ টাকার কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যান আশুলিয়া এলাকার একটি কারখানার উদ্দেশ্য রওনা হয়। কাভার্ডভ্যানটি কারখানা থেকে বের হলেই চালক ও হেলপারকে জিম্মি করে ফেলে এ কে মোস্তাফিজ তাঁর ছোট ভাই এস কে বনি ও তাঁর সহযোগীরা। পরে টঙ্গীর বনমালা এলাকার একটি গুদামে কাপড় মজুত করা হয়।
ওসি আরও বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই কারখানা কর্তৃপক্ষ মালামাল উদ্ধার করতে টঙ্গী পশ্চিম থানা-পুলিশে অভিযোগ দেন। ঘটনার পরদিন রোববার রাতে পুলিশ অভিযুক্ত এস কে মোস্তাফিজ ও তাঁর তিন সহযোগীসহ টঙ্গীর বনমালা এলাকার ওই গুদাম থেকে কয়েক লাখ টাকার মালামাল জব্দ করে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কয়েক দিন আগে অভিযুক্তরা ওই কারখানাটিতে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে কারখানার কাভার্ডভ্যানে থাকা কাপড় ছিনতাই করেন। আজ গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পলাতক চারজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে