সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মামলা তুলে নিতে ইউপি সদস্য হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. হৃদয় শেখ। গতকাল মঙ্গলবার রাতে মধ্যপাড়া ইউপি ১ নম্বর সদস্য দীন ইসলামের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ নিয়ে ভুক্তভোগীর পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ বিকেলে মামলার বাদী উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের আওলাদ শেখের ছেলে হৃদয় শেখ ও তাঁর ভাতিজা প্রবাস ফেরত মামুন শেখের সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে বসতবাড়ির সীমানা মাপা হয়। বাদীর ৭ ফুট জায়গা দখল করে রাখা সত্ত্বেও তাঁর ঘরের ভেতর এক ফুট জায়গার জন্য ঘর ভাঙার নির্দেশ দেন স্থানীয় ইউপি সদস্য দীন ইসলাম।
হৃদয় শেখ এ বিচারের রায় না মানায় ইউপি সদস্যের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতে ইউপি সদস্য ভুক্তভোগীকে গালাগালি করেন এবং সালিসের ভেতরে তাঁকে মারধর করেন। এ ঘটনার আধা ঘণ্টা পর আবার স্থানীয় মাতবরদের সামনে হৃদয় শেখকে তাঁর বসতবাড়িতে মারধর করে রক্তাক্ত করা হয়। জীবন বাঁচাতে দৌড়ে পাশের রুহুল আমিনের বাড়িতে আশ্রয় নেন তিনি।
এ সময় হৃদয়ে শেখের বোন লতা (৩০) ও মা বাঁচাতে এগিয়ে আসলে তাঁদেরও বেধড়ক মারধর ও লাঞ্ছিত করেন স্থানীয় ইউপি সদস্যসহ তাঁর ভাই সোলায়মান শেখ, জয়নালের ছেলে ইব্রাহীম, হাসেম শেখের ছেলে দুলাল শেখ ও আলউদ্দিন শেখের ছেলে বাবু শেখ।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল মামলার তদন্তে জেলা ডিবি পুলিশ আসে। এ তদন্ত করাকে কেন্দ্র করে ফের ইউপি সদস্য দীন ইসলামসহ তাঁর লোকজন হৃদয়কে হুমকি-ধমকি দেয় এবং দ্রুত মামলা তুলে নিতে বলেন।
ভুক্তভোগী মো. হৃদয় শেখ বলেন, আমি ইউপি সদস্য দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা করায় প্রতিনিয়ত আমাকে ও আমার আত্মীয়স্বজনকে হুমকি-ধমকি দিচ্ছেন। এ বিষয়ে আমি সিরাজদিখান থানায় একটি লিখিত ডায়েরি করেছি। আমি এর বিচার চাই।
ভুক্তভোগী আরও বলেন, দ্বীন ইসলাম একজন জনপ্রতিনিধি বলে এমন অত্যাচার করতাছে। এটা সইতে পারছি না।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, হৃদয় শেখ যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি হৃদয়কে কিছু বলিও নাই এবং জিগাইও নাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ ডিবি পুলিশের এসআই এজাজ বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। আশা করছি বাদী নেয় বিচার পাবেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি দায়িত্ব) মো. আজগর হোসেন বলেন, এ বিষয়ে থানায় লিখিত ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মামলা তুলে নিতে ইউপি সদস্য হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. হৃদয় শেখ। গতকাল মঙ্গলবার রাতে মধ্যপাড়া ইউপি ১ নম্বর সদস্য দীন ইসলামের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ নিয়ে ভুক্তভোগীর পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ বিকেলে মামলার বাদী উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের আওলাদ শেখের ছেলে হৃদয় শেখ ও তাঁর ভাতিজা প্রবাস ফেরত মামুন শেখের সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে বসতবাড়ির সীমানা মাপা হয়। বাদীর ৭ ফুট জায়গা দখল করে রাখা সত্ত্বেও তাঁর ঘরের ভেতর এক ফুট জায়গার জন্য ঘর ভাঙার নির্দেশ দেন স্থানীয় ইউপি সদস্য দীন ইসলাম।
হৃদয় শেখ এ বিচারের রায় না মানায় ইউপি সদস্যের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতে ইউপি সদস্য ভুক্তভোগীকে গালাগালি করেন এবং সালিসের ভেতরে তাঁকে মারধর করেন। এ ঘটনার আধা ঘণ্টা পর আবার স্থানীয় মাতবরদের সামনে হৃদয় শেখকে তাঁর বসতবাড়িতে মারধর করে রক্তাক্ত করা হয়। জীবন বাঁচাতে দৌড়ে পাশের রুহুল আমিনের বাড়িতে আশ্রয় নেন তিনি।
এ সময় হৃদয়ে শেখের বোন লতা (৩০) ও মা বাঁচাতে এগিয়ে আসলে তাঁদেরও বেধড়ক মারধর ও লাঞ্ছিত করেন স্থানীয় ইউপি সদস্যসহ তাঁর ভাই সোলায়মান শেখ, জয়নালের ছেলে ইব্রাহীম, হাসেম শেখের ছেলে দুলাল শেখ ও আলউদ্দিন শেখের ছেলে বাবু শেখ।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল মামলার তদন্তে জেলা ডিবি পুলিশ আসে। এ তদন্ত করাকে কেন্দ্র করে ফের ইউপি সদস্য দীন ইসলামসহ তাঁর লোকজন হৃদয়কে হুমকি-ধমকি দেয় এবং দ্রুত মামলা তুলে নিতে বলেন।
ভুক্তভোগী মো. হৃদয় শেখ বলেন, আমি ইউপি সদস্য দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা করায় প্রতিনিয়ত আমাকে ও আমার আত্মীয়স্বজনকে হুমকি-ধমকি দিচ্ছেন। এ বিষয়ে আমি সিরাজদিখান থানায় একটি লিখিত ডায়েরি করেছি। আমি এর বিচার চাই।
ভুক্তভোগী আরও বলেন, দ্বীন ইসলাম একজন জনপ্রতিনিধি বলে এমন অত্যাচার করতাছে। এটা সইতে পারছি না।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, হৃদয় শেখ যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি হৃদয়কে কিছু বলিও নাই এবং জিগাইও নাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ ডিবি পুলিশের এসআই এজাজ বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। আশা করছি বাদী নেয় বিচার পাবেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি দায়িত্ব) মো. আজগর হোসেন বলেন, এ বিষয়ে থানায় লিখিত ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে