সেগুনবাগিচায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ জুলাই ২০২২, ২৩: ৫৫
আপডেট : ২১ জুলাই ২০২২, ০১: ০৭

রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে আবুল হোসেন চৌধুরী (৬৯) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। বুধবার রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেল ৩টার দিকে খবর পেয়ে তাঁর রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মওদুদ হাওলাদার বলেন, খবর পেয়ে বাসায় গিয়ে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর বাসার মূল দরজা খোলাই ছিল কিন্তু তাঁর রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাঁর লাশের পাশে ঘুমের ওষুধের খালি পাতা পাওয়া গেছে। এটা আত্মহত্যা কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টির অধিকতর তদন্ত চলছে। 

মওদুদ হাওলাদার জানান, ২০১৩ সালে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর থেকে আবুল হোসেন চৌধুরী ওই বাসায় একাই থাকতেন। সেটা তাঁর নিজস্ব বাসা।  দুই মেয়ে নিয়ে স্ত্রী আলাদা থাকেন। মেয়েদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো ছিল না। এর আগে তিনি দীর্ঘদিন কানাডায় ছিলেন বলে জানান তিনি। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত