সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চোরের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। পরিবার বলছে, যুবককে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় চোরচক্র। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গে চোরচক্রের মারধরে আহত হন চারজন জেলে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম—পারভেজ (২২)। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া গ্রামের উবায়েদ উল্লাহর ছেলে।
এ দিকে চোরচক্রের মারধরে আহত হন জেলে সাজু দাস (২২), সুব্রত দাস (২৫), শোধাম দাস (৩৬) ও নির্ধন দাস (৪০)।
নিহতের বড় ভাই হুমায়ুন (৩২) আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে একটি চোরচক্র আমাদের গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেঘনার পাড়ে জেলেদের চোখে পড়ে। এ সময় জেলেরা আমাকে খবর দেয় তাঁরা। খবর পেয়ে ছোট ভাই পারভেজকে সঙ্গে নিয়ে গরু চোরদের ধরতে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে মেঘনার পাড়ে যাই।’
হুমায়ুন আরও বলেন, ‘সেখানে গিয়ে দেখি চোরচক্র কয়েকজন জেলেকে মারধর করে বেঁধে রেখেছে। এ সময় আমরা একটু সামনে যেতেই চোরচক্রের ৪-৫ সদস্য অন্ধকারের মধ্যে পারভেজকে টেনে-হিঁচড়ে মেঘনার পাড়ে নিয়ে যায়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে আমি সামনে আগাতে চাইলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তাঁরা এবং পারভেজকে মেঘনার পাড়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে রেখে নৌকায় করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আত্মীয়স্বজন ও গ্রামবাসীরাসহ পারভেজকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ও মারা যায়।’
চোরচক্রের মারধরের শিকার হয়ে আহত জেলে সাজু দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত দুইটা বা আড়াইটা হবে। আমরা মাছ ধরা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ চোরেরা এসে আমাদের ৪ জনকে বেঁধে মারধর শুরু করে এবং আমরা যাতে ফোনে চুরির ঘটনা গ্রামবাসীকে না জানাই। আর ২-৩ জন পারভেজকে ধরে নদী পাড়ে নিয়ে যায়। ওইখানে নিয়ে তাঁকে মেরে তারা নৌকায় করে চলে যায়।’
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল ইউনিয়নের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চোরের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। পরিবার বলছে, যুবককে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় চোরচক্র। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গে চোরচক্রের মারধরে আহত হন চারজন জেলে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম—পারভেজ (২২)। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া গ্রামের উবায়েদ উল্লাহর ছেলে।
এ দিকে চোরচক্রের মারধরে আহত হন জেলে সাজু দাস (২২), সুব্রত দাস (২৫), শোধাম দাস (৩৬) ও নির্ধন দাস (৪০)।
নিহতের বড় ভাই হুমায়ুন (৩২) আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে একটি চোরচক্র আমাদের গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেঘনার পাড়ে জেলেদের চোখে পড়ে। এ সময় জেলেরা আমাকে খবর দেয় তাঁরা। খবর পেয়ে ছোট ভাই পারভেজকে সঙ্গে নিয়ে গরু চোরদের ধরতে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে মেঘনার পাড়ে যাই।’
হুমায়ুন আরও বলেন, ‘সেখানে গিয়ে দেখি চোরচক্র কয়েকজন জেলেকে মারধর করে বেঁধে রেখেছে। এ সময় আমরা একটু সামনে যেতেই চোরচক্রের ৪-৫ সদস্য অন্ধকারের মধ্যে পারভেজকে টেনে-হিঁচড়ে মেঘনার পাড়ে নিয়ে যায়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে আমি সামনে আগাতে চাইলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তাঁরা এবং পারভেজকে মেঘনার পাড়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে রেখে নৌকায় করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আত্মীয়স্বজন ও গ্রামবাসীরাসহ পারভেজকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ও মারা যায়।’
চোরচক্রের মারধরের শিকার হয়ে আহত জেলে সাজু দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত দুইটা বা আড়াইটা হবে। আমরা মাছ ধরা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ চোরেরা এসে আমাদের ৪ জনকে বেঁধে মারধর শুরু করে এবং আমরা যাতে ফোনে চুরির ঘটনা গ্রামবাসীকে না জানাই। আর ২-৩ জন পারভেজকে ধরে নদী পাড়ে নিয়ে যায়। ওইখানে নিয়ে তাঁকে মেরে তারা নৌকায় করে চলে যায়।’
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল ইউনিয়নের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৪ দিন আগে