লক্ষ্মীপুরে দুটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহত ১০, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৪

লক্ষ্মীপুরের পার্বতীনগর ইউনিয়নের দুটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আরিফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। একই সঙ্গে প্রিসাইডিং অফিসার মো. সফিক উল্যাহকে প্রত্যাহার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীনগর ইউপির বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট ও প্রভাব বিস্তার করা নিয়ে ইউপি সদ্য পদপ্রার্থী আমির হোসেন ও গোলাম মাওলার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ স্বাভাবিক হয়। 

এ ছাড়া মকরধজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ও আবদুল করিম মিজান সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন আহত হন। 

সংঘর্ষের ঘটনায় প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়এদিকে মান্দারী, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, কুশাখালী, দীঘলী, উত্তর জয়পুর, হাজীপাড়া, পার্বতীনগর ও ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা মার্কার সিল মারার অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। এ ছাড়া সকাল থেকে সদর উপজেলার ১৫টি ইউনিয়নে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ১৫টি ইউপির ১৫৫ কেন্দ্রের মধ্যে ১২০টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৭৯, সংরক্ষিত মহিলা পদে ১৫২ জন ও সাধারণ সদস্য পদে ৬৪২ জন নির্বাচনী মাঠে রয়েছেন। 

জেলা নির্বাচন অফিস, জেলা পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত রয়েছে। 

পাবর্তীনগর ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং অফিসার মো. ছালেহ উদ্দিন বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসার মো. সফিক উল্যাহকে প্রত্যাহার করা হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে তাঁকে প্রত্যাহার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রিটার্নিং অফিসার আরও বলেন, হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার অপরাধে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রশ্নে ভারতীয় সংবাদপত্রকে যা বললেন ড. ইউনূস

আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা দিচ্ছে রাজনৈতিক দলগুলো: উপদেষ্টা আসিফ

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত