আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজারের চকরিয়ার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন। এ সময় আরও এক আসামিকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি মোহাম্মদ শাফায়াতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন-আবু বক্কর সিদ্দিক, ইউনুস হোসাইন ওরফে মানিক ও ইব্রাহিম মুস্তাফা ওরফে কাইয়ুম। তাঁরা তিন ভাই কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের মগনামা এলাকার নুর আহমদের ছেলে। নিহত ব্যবসায়ী ও আসামিরা সম্পর্কে চাচা ভাতিজা
কারাদণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি হলেন, মো. সোহাইব।
আদালত সূত্রে জানা যায়, চকরিয়ার বদরখালী ফেরিঘাট এলাকা থেকে ২০১৬ সালের ৩০ জুন রাত পৌনে ১২টার দিকে স্থানীয় কাপড়ের ব্যবসায়ী নুরুল হুদাকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যান আসামিরা। ঘটনার তিন ঘণ্টা পর বদরখালীর টুটিয়াখালী পাড়ার মাটিরকিল্লা এলাকায় নুরুল হুদার জবাই করা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২ জুলাই নিহতের ছেলে মো. শাহজাহান চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের নভেম্বরে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, জায়গা-জমি, চিংড়ি ঘের নিয়ে বিরোধসহ রাজনৈতিক বিরোধের কারণে আসামিরা পরিকল্পিতভাবে নুরুল হুদাকে অপহরণের পর জবাই করে হত্যা করেন। পরে চাঞ্চল্যকর মামলা হিসেবে কক্সবাজার জেলা ও দায়রা আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল ১৮ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।
নিহতের ছেলে ও মামলার বাদী মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তিন ভাইকে ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৬৪ ধারায় অপহরণের দায়ে তাঁদের ৩ জনসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মো. আইয়ুব খান আরও বলেন, আসামি আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে রায় দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। বাকিরা পলাতক রয়েছেন।
কক্সবাজারের চকরিয়ার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন। এ সময় আরও এক আসামিকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি মোহাম্মদ শাফায়াতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন-আবু বক্কর সিদ্দিক, ইউনুস হোসাইন ওরফে মানিক ও ইব্রাহিম মুস্তাফা ওরফে কাইয়ুম। তাঁরা তিন ভাই কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের মগনামা এলাকার নুর আহমদের ছেলে। নিহত ব্যবসায়ী ও আসামিরা সম্পর্কে চাচা ভাতিজা
কারাদণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি হলেন, মো. সোহাইব।
আদালত সূত্রে জানা যায়, চকরিয়ার বদরখালী ফেরিঘাট এলাকা থেকে ২০১৬ সালের ৩০ জুন রাত পৌনে ১২টার দিকে স্থানীয় কাপড়ের ব্যবসায়ী নুরুল হুদাকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যান আসামিরা। ঘটনার তিন ঘণ্টা পর বদরখালীর টুটিয়াখালী পাড়ার মাটিরকিল্লা এলাকায় নুরুল হুদার জবাই করা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২ জুলাই নিহতের ছেলে মো. শাহজাহান চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের নভেম্বরে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, জায়গা-জমি, চিংড়ি ঘের নিয়ে বিরোধসহ রাজনৈতিক বিরোধের কারণে আসামিরা পরিকল্পিতভাবে নুরুল হুদাকে অপহরণের পর জবাই করে হত্যা করেন। পরে চাঞ্চল্যকর মামলা হিসেবে কক্সবাজার জেলা ও দায়রা আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল ১৮ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।
নিহতের ছেলে ও মামলার বাদী মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তিন ভাইকে ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৬৪ ধারায় অপহরণের দায়ে তাঁদের ৩ জনসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মো. আইয়ুব খান আরও বলেন, আসামি আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে রায় দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। বাকিরা পলাতক রয়েছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৪ দিন আগে