আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব ৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক।
র্যাবের দাবি—ভুক্তভোগী ইসলামী বক্তার ওই দিনের বক্তব্যের কিছু অংশ গ্রেপ্তারকৃতদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছে বলে র্যাবকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।
র্যাবের অধিনায়ক মমিনুল হক বলেন, ‘গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে ইসলামী বক্তা শরীফুল ইসলাম নুরীর ওই দিনের বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ জন্য তারা মাহফিল শেষে রাতে বাড়ির ফেরার পথে হামলা করে জিহ্বা কেটে নেয় এবং কুপিয়ে জখম করে।’
র্যাব কর্মকর্তা মমিনুল হক আরও জানান, গত রোববার রাতে ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরী (৩৮) জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়া উপজেলার উত্তর ইউপির রামধননগর রেলক্রসিং পাকা রাস্তার ওপর গ্রেপ্তারকৃত আসামিরা তাঁর ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তাঁরা ভুক্তভোগীর সঙ্গে থাকা লোকেদের ওপর হামলাসহ ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে আখাউড়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে র্যাব। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তাদের জেলা আদালতে পাঠানো হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব ৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক।
র্যাবের দাবি—ভুক্তভোগী ইসলামী বক্তার ওই দিনের বক্তব্যের কিছু অংশ গ্রেপ্তারকৃতদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছে বলে র্যাবকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।
র্যাবের অধিনায়ক মমিনুল হক বলেন, ‘গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে ইসলামী বক্তা শরীফুল ইসলাম নুরীর ওই দিনের বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ জন্য তারা মাহফিল শেষে রাতে বাড়ির ফেরার পথে হামলা করে জিহ্বা কেটে নেয় এবং কুপিয়ে জখম করে।’
র্যাব কর্মকর্তা মমিনুল হক আরও জানান, গত রোববার রাতে ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরী (৩৮) জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়া উপজেলার উত্তর ইউপির রামধননগর রেলক্রসিং পাকা রাস্তার ওপর গ্রেপ্তারকৃত আসামিরা তাঁর ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তাঁরা ভুক্তভোগীর সঙ্গে থাকা লোকেদের ওপর হামলাসহ ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে আখাউড়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে র্যাব। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তাদের জেলা আদালতে পাঠানো হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৪ দিন আগে