হিসাব খুলতে টাকা আদায়ের অভিযোগ

সেলিম রেজা, তজুমদ্দিন (ভোলা)
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০৭: ০৮

ভোলার তজুমদ্দিন উপজেলায় বয়স্ক ও বিধবা ভাতার জন্য মোবাইল ব্যাংকিং নগদে অ্যাকাউন্ট খুলতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা। এ নিয়ে ক্ষুব্ধ উপকার ভোগীরা। সমাজসেবা অধিদপ্তর বলছে, এভাবে টাকা নেওয়ার সুযোগ নেই।

জানা গেছে, সরকার তজুমদ্দিন উপজেলাবাসীকে শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনার ঘোষণা দেয়। এই ভাতা পেতে ২০২১ সালের নভেম্বর মাসে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় চার হাজার ব্যক্তি অনলাইনে আবেদন করেন। প্রাথমিকভাবে ১ হাজার ৬০০ জনকে এই ভাতার জন্য নির্বাচন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। সে অনুযায়ী নতুন ভাতাভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদে অ্যাকাউন্ট খুলতে প্রত্যেকের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা নেন সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী নুরুজ্জামান।

গত সোমবার সরেজমিন দেখা গেছে, উপজেলা সমাজসেবা অফিসে মোবাইল ব্যাংকিং নগদের কর্মীদের সহায়তায় সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী (ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার) মো. নুরুজ্জামান এই টাকা নিচ্ছেন।

এ বিষয়ে ভুক্তভোগী চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কয়সর আহাম্মেদ বলেন, ‘আমি আইলে অফিসের স্যারে মোবাইলে হিসাবের কথা কই ৫০০ টিয়া চাইলে। আমি ৩০০ টিয়া দেই।’

চাঁদপুর ২ নম্বর ওয়ার্ডের আছিয়া বলেন, ‘সকালে নগদে হিসাব খোলার জন্য উপজেলা সমাজসেবা অফিসে আসি। ওই অফিসের নুরুজ্জামান ও নগদের লোকজন একজন করে ডেকে টাকা নিচ্ছেন। পরে নগদে হিসাব খুলে পিন কোড দিয়ে দিচ্ছেন।’

এসব অভিযোগের বিষয়ে সরাসরি কোনো কথা বলতে রাজি হননি ইউনিয়ন সমাজসেবা কর্মী নুরুজ্জামান। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফোন দিলে তিনি রিসিভও করেনি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘ইউএনও ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে মিটিং করে বাইরে কাজ করার জন্য এসব টাকা নেওয়া হয়।’

তবে সরকারি কোনো কাজের জন্য গরিব মানুষের কাজ থেকে টাকা নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, ‘এ বিষয়ে সমাজসেবা অফিসের লোকজনের সঙ্গে আলোচনা না করে কিছুই বলতে পারব না।’

ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘সমাজসেবার ভাতার জন্য কোনো টাকা নেওয়ার বিধান নেই। টাকা নিয়ে থাকলে সেটি একেবারেই নাজায়েজ কাজ। তারপরও টাকা নিয়ে থাকলে ভাতাভোগীদের কাছে ক্ষমা চেয়ে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।’

উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজসেবার ভাতাভোগীদের হিসাব খুলতে টাকা নেওয়ার বিষয়ে আমার কিছুই জানা নেই। দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত