অনলাইন ডেস্ক
ব্যবহৃত আইফোনটি হারিয়ে গেছে। নতুন একটি যে কিনবেন সে সামর্থ্যও নেই। কারণ আইফোন ১৪ সিরিজের দাম প্রায় ১ হাজার ডলার। কিন্তু আইফোন ছাড়া তো চলে না! তাই ঝুঁকি নিয়ে চুরিই করলেন তিনি। অবশ্য শেষ পর্যন্ত ধরা খেয়েছেন।
ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলের ফুজিয়ান প্রদেশে। সেখানে অ্যাপল স্টোরে গিয়ে অ্যান্টি থেফ্ট কেবল চিবিয়ে আইফোন চুরি করেছেন এক নারী। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। কিউ নামের ওই নারীকে আইফোনের দোকান থেকে বের হওয়ার আধা ঘণ্টা পরই চুরি করা ফোনসহ গ্রেপ্তার করা হয়।
চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, তিনি আইফোন ১৪ প্লাস চুরি করেছিলেন। এটির বাজারমূল্য ৯৬০ ডলার।
ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিউ স্মার্টফোন ডিসপ্লে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। কাউন্টারের ওপর ঝুঁকে একটি ফোনের ওপর ডান হাত রাখেন। কিছুক্ষণ ফোনটি পর্যবেক্ষণের পর তিনি নিরাপত্তা কেবলটিতে বেশ কয়েকবার কামড় দেন। এরপর ফোনটি ব্যাগে পুরিয়ে দোকান থেকে বের হয়ে যান।
ওই দোকানের ব্যবস্থাপক ওয়াং বলেন, ঘটনার সময় একটি অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু কর্মীরা সন্দেহজনক কিছু পায়নি।
পুলিশ কর্মকর্তা ঝ্যাং জিনহং বলেন, ‘কিউ বেশ সতর্কতার সঙ্গে কাজটি করেছেন। তিনি দোকানের অন্য ক্রেতাদের মতো ফোনের স্ক্রিন স্ক্রল করছিলেন। তিনি যাওয়ার পরপরই দোকানের কর্মচারীরা চিবানো তার ও স্ট্যান্ড থেকে ফোন উধাও হয়ে যাওয়া লক্ষ্য করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা যায় প্রকৃত ঘটনা। পুলিশ কিউকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিউ পুলিশকে জানান, ফোন হারানোর পর একটি নতুন ফোন কেনার চিন্তা করছিলেন। কিন্তু নতুন ফোনের দাম দেখে মুষড়ে পড়েন। এরপরই চুরির সিদ্ধান্ত নেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিউ পুলিশ হেফাজতে থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দেখে অনেকে অবাক হয়েছেন। একজন বলেছেন, ‘তিনি কি জানেন না সবদিকে সিকিউরিটি ক্যামেরা আছে?’ আরেক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘তাঁর দাঁত তো বেশ শক্ত!’
ব্যবহৃত আইফোনটি হারিয়ে গেছে। নতুন একটি যে কিনবেন সে সামর্থ্যও নেই। কারণ আইফোন ১৪ সিরিজের দাম প্রায় ১ হাজার ডলার। কিন্তু আইফোন ছাড়া তো চলে না! তাই ঝুঁকি নিয়ে চুরিই করলেন তিনি। অবশ্য শেষ পর্যন্ত ধরা খেয়েছেন।
ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলের ফুজিয়ান প্রদেশে। সেখানে অ্যাপল স্টোরে গিয়ে অ্যান্টি থেফ্ট কেবল চিবিয়ে আইফোন চুরি করেছেন এক নারী। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। কিউ নামের ওই নারীকে আইফোনের দোকান থেকে বের হওয়ার আধা ঘণ্টা পরই চুরি করা ফোনসহ গ্রেপ্তার করা হয়।
চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, তিনি আইফোন ১৪ প্লাস চুরি করেছিলেন। এটির বাজারমূল্য ৯৬০ ডলার।
ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিউ স্মার্টফোন ডিসপ্লে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। কাউন্টারের ওপর ঝুঁকে একটি ফোনের ওপর ডান হাত রাখেন। কিছুক্ষণ ফোনটি পর্যবেক্ষণের পর তিনি নিরাপত্তা কেবলটিতে বেশ কয়েকবার কামড় দেন। এরপর ফোনটি ব্যাগে পুরিয়ে দোকান থেকে বের হয়ে যান।
ওই দোকানের ব্যবস্থাপক ওয়াং বলেন, ঘটনার সময় একটি অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু কর্মীরা সন্দেহজনক কিছু পায়নি।
পুলিশ কর্মকর্তা ঝ্যাং জিনহং বলেন, ‘কিউ বেশ সতর্কতার সঙ্গে কাজটি করেছেন। তিনি দোকানের অন্য ক্রেতাদের মতো ফোনের স্ক্রিন স্ক্রল করছিলেন। তিনি যাওয়ার পরপরই দোকানের কর্মচারীরা চিবানো তার ও স্ট্যান্ড থেকে ফোন উধাও হয়ে যাওয়া লক্ষ্য করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা যায় প্রকৃত ঘটনা। পুলিশ কিউকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিউ পুলিশকে জানান, ফোন হারানোর পর একটি নতুন ফোন কেনার চিন্তা করছিলেন। কিন্তু নতুন ফোনের দাম দেখে মুষড়ে পড়েন। এরপরই চুরির সিদ্ধান্ত নেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিউ পুলিশ হেফাজতে থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দেখে অনেকে অবাক হয়েছেন। একজন বলেছেন, ‘তিনি কি জানেন না সবদিকে সিকিউরিটি ক্যামেরা আছে?’ আরেক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘তাঁর দাঁত তো বেশ শক্ত!’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে