শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে শেরপুর পৌর এলাকার উত্তর সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তাহমিনা আক্তারের (২৩) মা খুকি বেগম শনিবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
তাহমিনা ও অভিযোগ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উত্তর সাহাপাড়ার বাসিন্দা শাহরিয়ার মামুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। বিয়ের পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী মামুন মাদক ও পরকীয়ায় আসক্ত। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই তিনি নির্যাতনের শিকার হতেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করা হতো। কয়েক মাস আগে মামুনের সঙ্গে পরকীয়ার জেরে এক নারী আত্মহত্যা করেন। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে মামুন, মামুনের বন্ধু ও তাঁর মা মালা বেগমকে আসামি করে আদালতে একটি আত্মহত্যার প্ররোচনা মামলা করেন। এরপর থেকেই মামলা চালানোর জন্য মামুন ও তাঁর পরিবার তাহমিনার বাবার কাছ থেকে ১০ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তাহমিনা দিতে অস্বীকার করলে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।
তাহমিনার মা রাখি খাতুন বলেন, ‘খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। তাঁকে বাসায় নিয়ে যেতে চাইলে মামুন ও মনির বাধা দেয়। একপর্যায়ে তারা আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর পর আমার ছোট ভাইকে খবর দিলে সে আমাদের উদ্ধারের চেষ্টা করে।’
তাহমিনার মামা নবীর উদ্দিন বলেন, ‘থানায় ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে। এরপর তাহমিনাকে দ্রুত শেরপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করাই।’
এ বিষয়ে অভিযুক্ত মামুনের মা বলেন, ‘পাঁচ বছর আগে দেড় লাখ টাকা যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে করিয়েছি। তাই এখন নতুন করে যৌতুকের দাবি করার প্রশ্নই ওঠে না। তাহমিনাকে নির্যাতন করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ-সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে শেরপুর পৌর এলাকার উত্তর সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তাহমিনা আক্তারের (২৩) মা খুকি বেগম শনিবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
তাহমিনা ও অভিযোগ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উত্তর সাহাপাড়ার বাসিন্দা শাহরিয়ার মামুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। বিয়ের পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী মামুন মাদক ও পরকীয়ায় আসক্ত। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই তিনি নির্যাতনের শিকার হতেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করা হতো। কয়েক মাস আগে মামুনের সঙ্গে পরকীয়ার জেরে এক নারী আত্মহত্যা করেন। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে মামুন, মামুনের বন্ধু ও তাঁর মা মালা বেগমকে আসামি করে আদালতে একটি আত্মহত্যার প্ররোচনা মামলা করেন। এরপর থেকেই মামলা চালানোর জন্য মামুন ও তাঁর পরিবার তাহমিনার বাবার কাছ থেকে ১০ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তাহমিনা দিতে অস্বীকার করলে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।
তাহমিনার মা রাখি খাতুন বলেন, ‘খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। তাঁকে বাসায় নিয়ে যেতে চাইলে মামুন ও মনির বাধা দেয়। একপর্যায়ে তারা আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর পর আমার ছোট ভাইকে খবর দিলে সে আমাদের উদ্ধারের চেষ্টা করে।’
তাহমিনার মামা নবীর উদ্দিন বলেন, ‘থানায় ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে। এরপর তাহমিনাকে দ্রুত শেরপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করাই।’
এ বিষয়ে অভিযুক্ত মামুনের মা বলেন, ‘পাঁচ বছর আগে দেড় লাখ টাকা যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে করিয়েছি। তাই এখন নতুন করে যৌতুকের দাবি করার প্রশ্নই ওঠে না। তাহমিনাকে নির্যাতন করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ-সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে