তালায় রাস্তার ইট তুলে বিক্রি করলেন ইউপি সদস্য

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২২, ০৭: ১৩

সাতক্ষীরার তালায় সরকারি রাস্তা থেকে ইট তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য প্রদীপ মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রদীপ মণ্ডল তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ৮ ওয়ার্ডের ইউপি সদস্য ও মাদরা গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, তালার মাদরা গ্রামের একটি ইটের সলিং রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় পুনর্নির্মাণের জন্য সরকার টেন্ডার দেয়। মেসার্স সানভি ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৫০০ মিটার হেরিংবোন বন্ড রাস্তাটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মাণের দরপত্র কিনেছে।

এলাকাবাসী জানান, মাদরা গ্রামের পিচের রাস্তা থেকে মানিক মণ্ডলের বাড়ির পাশ দিয়ে কালিবাড়ী অভিমুখে ইটের সলিয়ের একটি রাস্তা ছিল। সম্প্রতি রাস্তাটি পুনর্নির্মাণের জন্য প্রদীপ ব্যানার্জির বাড়ি পর্যন্ত মাটি কাটা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করার আগেই স্থানীয় ইউপি সদস্য এই রাস্তার পুরোনো ইট উঠিয়ে গ্রামের কয়েকজনের কাছে বিক্রি করেছেন। এই রাস্তা থেকে ইউপি সদস্য প্রায় ২১ হাজার ইট উঠিয়ে ১ লাখ ১৮ হাজার টাকায় বিক্রি করে সম্পূর্ণ টাকাই আত্মসাৎ করেছেন বলে জানান তাঁরা।

মাদরা গ্রামের স্মৃতি গাইন বলেন, ‘ইউপি সদস্য প্রদীপের কাছ থেকে এই রাস্তার কিছু ইট ৬ হাজার ৫০০ টাকা হাজার দরে আমি কিনেছি। আমি ছাড়াও এ গ্রামের অনেকেই রাস্তার ইট কিনেছে।’

মাদরা গ্রামের বাসিন্দা কার্তিক সরকার (৬০), নলিতা মণ্ডল (৫০), হৃদয় মণ্ডলসহ (১৮) অনেকেই জানান, ঠিকাদার কাজ করার আগেই আমাদের ইউপি সদস্য প্রায় ২১ হাজার ইট তুলে কালিবাড়ীর মাঠে রেখে বিক্রি করেছেন।’

মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ বলেন, ‘মাদরায় ৫০০ মিটার হেরিংবোন বন্ড রাস্তা তৈরি হচ্ছে। রাস্তাটি আগে ইটের সলিং ছিল। এই রাস্তার পুরোনো ইট ওই গ্রামেরই রাস্তা সংস্কারের কাজে লাগানো হবে। ইউপি সদস্য ইট বিক্রয় করেছেন কি না আমার জানা নেই।’

অভিযুক্ত প্রদীপ মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাস্তার পুরোনো ইট। তাই শ্রমিক দিয়ে সেগুলো উঠিয়ে বিক্রি করেছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ‘রাস্তা সংস্কার হলে পুরোনো ইট চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অন্য রাস্তায় কাজে লাগাতে পারবেন। তবে বিক্রয় করার সুযোগ নেই। আমি শুনেই চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। রাস্তার ইট বিক্রি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘কোনো রাস্তার পুরোনো ইট বিক্রয়ের সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত