ড. মো. শাহজাহান কবীর
ইসলামের দৃষ্টিতে কারও অগোচরে তার দোষ বর্ণনা করাই গিবত বা পরনিন্দা। গিবত হতে পারে কথায়, ইশারায় কিংবা লেখনীর মাধ্যমে।গিবত আরবি শব্দ, যার অর্থ হলো পরনিন্দা। গিবত বা পরনিন্দা যে করে আর যে শোনে—উভয়ই সমান অপরাধী।
আল্লাহ তাআলা গিবতকারীকে মৃত ব্যক্তির গোশত ভক্ষণকারী সাব্যস্ত করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অপরের পেছনে নিন্দা কোরো না। তোমাদের মধ্যে কি কেউ নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা একেবারেই ঘৃণা করবে।’ (সুরা হুজুরাত: ১২)
হাদিসে এসেছে, একদিন কোনো প্রয়োজনে এক বেঁটে মহিলা রাসুল (সা.)-এর খেদমতে আসেন। মহিলা চলে যাওয়ার পর হজরত আয়েশা (রা.) রাসুল (সা.)-এর কাছে তাঁর দৈহিক কাঠামো বেঁটে হওয়ার ত্রুটি বর্ণনা করেন। হজরত আয়েশা (রা.)-এর কথায় রাসুল (সা.)-এর চেহারা মলিন হয়ে যায়। রাসুল (সা.) বললেন, ‘আয়েশা তুমি মহিলার গিবত করলে। তুমি এমন কথা বললে, যা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে কালো হয়ে যেত।’ আয়েশা (রা.) বলেন, ‘তাঁর বেঁটে হওয়ার কথাই তো বলছি এবং এই ত্রুটি তো তাঁর মধ্যে আছেই।’ রাসুল (সা.) বললেন, ‘হে আয়েশা, যদিও তুমি সত্য কথা বলেছ, কিন্তু তুমি তাঁর ত্রুটি বর্ণনা করায় তা গিবত হয়ে গেল।’ (মুসলিম)
অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘গিবত ব্যভিচারের চেয়েও জঘন্য।’ সাহাবিরা জানতে চাইলেন, ‘তা কীভাবে?’ তিনি বললেন, ‘ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু যে পরনিন্দা করে, তার গুনাহ যার নিন্দা করা হয় সে মাফ না করা পর্যন্ত মাফ হয় না।’ (তাফসিরে মাজহারি)
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইসলামের দৃষ্টিতে কারও অগোচরে তার দোষ বর্ণনা করাই গিবত বা পরনিন্দা। গিবত হতে পারে কথায়, ইশারায় কিংবা লেখনীর মাধ্যমে।গিবত আরবি শব্দ, যার অর্থ হলো পরনিন্দা। গিবত বা পরনিন্দা যে করে আর যে শোনে—উভয়ই সমান অপরাধী।
আল্লাহ তাআলা গিবতকারীকে মৃত ব্যক্তির গোশত ভক্ষণকারী সাব্যস্ত করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অপরের পেছনে নিন্দা কোরো না। তোমাদের মধ্যে কি কেউ নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা একেবারেই ঘৃণা করবে।’ (সুরা হুজুরাত: ১২)
হাদিসে এসেছে, একদিন কোনো প্রয়োজনে এক বেঁটে মহিলা রাসুল (সা.)-এর খেদমতে আসেন। মহিলা চলে যাওয়ার পর হজরত আয়েশা (রা.) রাসুল (সা.)-এর কাছে তাঁর দৈহিক কাঠামো বেঁটে হওয়ার ত্রুটি বর্ণনা করেন। হজরত আয়েশা (রা.)-এর কথায় রাসুল (সা.)-এর চেহারা মলিন হয়ে যায়। রাসুল (সা.) বললেন, ‘আয়েশা তুমি মহিলার গিবত করলে। তুমি এমন কথা বললে, যা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে কালো হয়ে যেত।’ আয়েশা (রা.) বলেন, ‘তাঁর বেঁটে হওয়ার কথাই তো বলছি এবং এই ত্রুটি তো তাঁর মধ্যে আছেই।’ রাসুল (সা.) বললেন, ‘হে আয়েশা, যদিও তুমি সত্য কথা বলেছ, কিন্তু তুমি তাঁর ত্রুটি বর্ণনা করায় তা গিবত হয়ে গেল।’ (মুসলিম)
অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘গিবত ব্যভিচারের চেয়েও জঘন্য।’ সাহাবিরা জানতে চাইলেন, ‘তা কীভাবে?’ তিনি বললেন, ‘ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু যে পরনিন্দা করে, তার গুনাহ যার নিন্দা করা হয় সে মাফ না করা পর্যন্ত মাফ হয় না।’ (তাফসিরে মাজহারি)
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে