অনলাইন ডেস্ক
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস–গ্লোবাল ইউএসএ) আয়োজনে আগামী ২৩–২৫ মে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৭তম ঢাকা মোটর শো ২০২৪’। ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
এ প্রদর্শনী চলাকালে ‘৮ম ঢাকা বাইক শো ২০২৪’, ‘৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪’ এবং ‘৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪’ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ‘সেমস–গ্লোবাল’ এবং ‘বাংলাদেশ মোটর স্পোর্টস’–এর সহ–আয়োজনে ২৩ মে প্রথমবারের মতো আয়োজন করা হবে মোটর বাইক প্রতিযোগিতা ‘১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪’। একই সঙ্গে ২৫ মে অনুষ্ঠিত হবে ‘৪র্থ র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০২৪’। প্রতিযোগিতাটি বাংলাদেশের একমাত্র মোটর স্পোর্টস, যা অফ–রোড রেসট্র্যাক সম্পর্কিত একটি জমকালো প্রতিযোগিতা।
গতকাল সোমবার, রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস–গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।
ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
একই সময়ে অনুষ্ঠেয় ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’–তে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের গাড়ি ও বাইক এবং বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল–ইভি)।
আগামী ২৩–২৫ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো চলবে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cems-global.com, www.dhakamotorshow.com, www.dhakabikeshow.com, www.cems-autopartsshow.com, www.cems-commercialautoshow.com, www.cems-sportsshow.com, www.bangladeshmotorsports.com ওয়েবসাইটে।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস–গ্লোবাল ইউএসএ) আয়োজনে আগামী ২৩–২৫ মে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৭তম ঢাকা মোটর শো ২০২৪’। ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
এ প্রদর্শনী চলাকালে ‘৮ম ঢাকা বাইক শো ২০২৪’, ‘৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪’ এবং ‘৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪’ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ‘সেমস–গ্লোবাল’ এবং ‘বাংলাদেশ মোটর স্পোর্টস’–এর সহ–আয়োজনে ২৩ মে প্রথমবারের মতো আয়োজন করা হবে মোটর বাইক প্রতিযোগিতা ‘১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪’। একই সঙ্গে ২৫ মে অনুষ্ঠিত হবে ‘৪র্থ র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০২৪’। প্রতিযোগিতাটি বাংলাদেশের একমাত্র মোটর স্পোর্টস, যা অফ–রোড রেসট্র্যাক সম্পর্কিত একটি জমকালো প্রতিযোগিতা।
গতকাল সোমবার, রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস–গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।
ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
একই সময়ে অনুষ্ঠেয় ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’–তে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের গাড়ি ও বাইক এবং বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল–ইভি)।
আগামী ২৩–২৫ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো চলবে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cems-global.com, www.dhakamotorshow.com, www.dhakabikeshow.com, www.cems-autopartsshow.com, www.cems-commercialautoshow.com, www.cems-sportsshow.com, www.bangladeshmotorsports.com ওয়েবসাইটে।
শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা ‘হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার
৯ মিনিট আগেএসিআই মোটরসের সঙ্গে যাত্রার আট বছর পূর্ণ করেছে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা। ২০১৬ সালে জাপানের বিখ্যাত এই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশের এসিআই মোটরসের সঙ্গে নতুনভাবে যাত্রা শুরু করে।
১৩ মিনিট আগেদেশের কর্মক্ষেত্র তো বটেই, সারা বিশ্বের চাহিদা অনুযায়ী তরুণদের প্রস্তুত হতে হবে বলে মনে করছেন রংপুরের এক নীতি আলোচনার বক্তারা। তাঁরা বলেন, বিশ্বগ্রামের এই যুগে শুধু দেশের চাকরিক্ষেত্র নয়, সারা পৃথিবীতে কী ধরনের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সে সম্পর্কে জ্ঞান রেখে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে
৩৪ মিনিট আগেআয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। আজ রোববার এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেছেন
২ ঘণ্টা আগে