ডিএসই ও সিএসইয়ের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি সই

বিজ্ঞপ্তি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ২১: ০৬
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২১: ৪৯

ব্যাংক এশিয়া লিমিটেড প্রথম পারপেচুয়াল বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে চুক্তি সই করেছে। রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে সম্প্রতি এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর প্রতিনিধি রাহী ইফতেখার রেজা ও ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল এফসিএ, ইনভেস্টমেন্ট ইউনিট হেড মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়া প্রথম পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন চলবে ৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত