বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ফ্যামিলি প্যাক ‘স্নেহভরা রমজান’ নিয়ে এসেছে কেলগস (Kelloggs) এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ শনিবার ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্যাকেজ চালু করা হয়।
ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ, রহমত এবং ক্ষমা পাওয়ার মাস হল পবিত্র মাহে রমজান। এই মাসে একসঙ্গে মিলে ইফতার ও সাহরির মাধ্যমে পরিবারের সবাই উপভোগ করে কিছু সুন্দর মুহূর্ত। পরিবারের সবার সঙ্গে থাকা এবং রোজার কথা মাথায় রেখে কেলগস এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি এই বিশেষ ফ্যামিলি প্যাক এনেছে।
এই ফ্যামিলি প্যাকের প্রতিটিতে ৪০০ গ্রামের একটি কেলগস ওটস এবং ৩৮৫ গ্রামের একটি কেলগস চকোস প্যাক রয়েছে। কেলগস ওটসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা দিনভর রোজার ক্লান্তি দূর করে শরীরে শক্তি সরবরাহ করে।
বাচ্চাদের প্রিয় কেলগস চকোস দ্রুত সকালের নাশতা করার জন্য চমৎকার মেন্যু। দিনের শুরুতে চঞ্চল থাকতে শিশুকে প্রয়োজনীয় পুষ্টিও জোগায় কেলগস চকোস। তাই কেলগস ওটস এবং কেলগস চকোসের সমন্বয়ে এই ‘স্নেহভরা রমজান’ প্যাক পুরো পরিবারের খাবারের চাহিদা পূরণ করে। দুটো মিলে এই প্যাকের দাম ৬৭৫ টাকা হলেও রমজান মাসে বিশেষ অফারে ৭৫ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৬০০ টাকায়।
পণ্য বিতরণের জন্য বিশেষ এই প্যাকটি বিক্রয় প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছেন ডিস্ট্রিবিউশন হাউজ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফ বিন তাজ। এই প্যাকেজ চালুর অনুষ্ঠানে কেলগস টিমের ভারতীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দানাজাতীয় নাশতা, প্রিংগল্স হেলথ বার কর্ন ফ্লেকস, চকোস, মুয়েসলি, গ্র্যানোলা এবং ওটসহ অন্যান্য খাদ্য এবং স্ন্যাকিং পণ্যে উৎপাদনকারী কোম্পানি কেলগসের বাংলাদেশের খুচরা ও অনলাইনে সুনাম রয়েছে। কেলগসের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘প্রিংগল্স’ এর স্ন্যাকস দেশজুড়ে বেশ জনপ্রিয়।
২৬ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে ‘স্নেহভরা রমজান’ ফ্যামিলি প্যাকটি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি সেলস টিমের মাধ্যমে বাজারে বিতরণ শুরু হবে, সেই সঙ্গে গ্রাহকদের পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানাতে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে নানান ক্যাম্পেইন।
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ফ্যামিলি প্যাক ‘স্নেহভরা রমজান’ নিয়ে এসেছে কেলগস (Kelloggs) এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ শনিবার ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্যাকেজ চালু করা হয়।
ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ, রহমত এবং ক্ষমা পাওয়ার মাস হল পবিত্র মাহে রমজান। এই মাসে একসঙ্গে মিলে ইফতার ও সাহরির মাধ্যমে পরিবারের সবাই উপভোগ করে কিছু সুন্দর মুহূর্ত। পরিবারের সবার সঙ্গে থাকা এবং রোজার কথা মাথায় রেখে কেলগস এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি এই বিশেষ ফ্যামিলি প্যাক এনেছে।
এই ফ্যামিলি প্যাকের প্রতিটিতে ৪০০ গ্রামের একটি কেলগস ওটস এবং ৩৮৫ গ্রামের একটি কেলগস চকোস প্যাক রয়েছে। কেলগস ওটসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা দিনভর রোজার ক্লান্তি দূর করে শরীরে শক্তি সরবরাহ করে।
বাচ্চাদের প্রিয় কেলগস চকোস দ্রুত সকালের নাশতা করার জন্য চমৎকার মেন্যু। দিনের শুরুতে চঞ্চল থাকতে শিশুকে প্রয়োজনীয় পুষ্টিও জোগায় কেলগস চকোস। তাই কেলগস ওটস এবং কেলগস চকোসের সমন্বয়ে এই ‘স্নেহভরা রমজান’ প্যাক পুরো পরিবারের খাবারের চাহিদা পূরণ করে। দুটো মিলে এই প্যাকের দাম ৬৭৫ টাকা হলেও রমজান মাসে বিশেষ অফারে ৭৫ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৬০০ টাকায়।
পণ্য বিতরণের জন্য বিশেষ এই প্যাকটি বিক্রয় প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছেন ডিস্ট্রিবিউশন হাউজ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফ বিন তাজ। এই প্যাকেজ চালুর অনুষ্ঠানে কেলগস টিমের ভারতীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দানাজাতীয় নাশতা, প্রিংগল্স হেলথ বার কর্ন ফ্লেকস, চকোস, মুয়েসলি, গ্র্যানোলা এবং ওটসহ অন্যান্য খাদ্য এবং স্ন্যাকিং পণ্যে উৎপাদনকারী কোম্পানি কেলগসের বাংলাদেশের খুচরা ও অনলাইনে সুনাম রয়েছে। কেলগসের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘প্রিংগল্স’ এর স্ন্যাকস দেশজুড়ে বেশ জনপ্রিয়।
২৬ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে ‘স্নেহভরা রমজান’ ফ্যামিলি প্যাকটি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি সেলস টিমের মাধ্যমে বাজারে বিতরণ শুরু হবে, সেই সঙ্গে গ্রাহকদের পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানাতে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে নানান ক্যাম্পেইন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়নস লীগ ২০২৪’ এক রোমাঞ্চকর ফাইনালের মাধ্যমে শেষ হলো, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দিয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আয়োজিত এই টুর্নামেন্ট গত ১০ নভেম্বরে উদ্বোধন এবং ১১ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী খেলোয়াড়েরা ক্রী
২ ঘণ্টা আগেদেশের ব্যাংকগুলোতে সুশাসনের অভাব, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খেলাপি ঋণ মাত্র ৩ মাসে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা বেড়েছে। ফলে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের প্রতিবেদন থেকে এ বিষয়টি জানা গেছে
২ ঘণ্টা আগেব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ‘ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী সংলাপে বিভিন্ন সেক্টরের নীতি নির্ধারক
২ ঘণ্টা আগে