বাপেক্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ২১: ০০
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২১: ১৩

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ভার্চুয়াল এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম। এতে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডাররা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।

সভায় কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য অর্থবছরে এই কোম্পানির মোট আয় ৬০৮ দশমিক ৪৯ কোটি টাকা ও মোট ব্যয় ৫৩০ দশমিক ৭১ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে কোম্পানি আয়কর পূর্ববর্তী ৭৭ দশমিক ৭৮ কোটি টাকা মুনাফা করেছে। কোম্পানি বর্ণিত অর্থবছরে ৩৩২ দশমিক ১২ কোটি টাকা সরকারি রাজস্ব হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যরা সভায় বাপেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির সার্বিক কর্মকাণ্ড আরও গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত