বিজ্ঞপ্তি
২২ বছর পূর্তি উদ্যাপন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আজ বুধবার করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় কোরআন পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২২ বছর পূর্তি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, ইমতিয়াজ ইউ. আহমেদ ও মো. নাজিমউদ্দৌলাসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. ফরিদ উদ্দিন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৪০টি শাখা, তিনটি উপশাখা, প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিংসেবা প্রদান করে আসছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত এই ব্যাংকের আমানতের মোট পরিমাণ প্রায় ২৪ হাজার ৩৪৬ কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ২৩ হাজার ৪৭১ কোটি টাকা।
গত ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আমদানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ৯ হাজার ৫৬ কোটি টাকা এবং রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ৭ হাজার ৯৭৯ কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের আমানত গ্রাহকসংখ্যা প্রায় ১১ লাখ ৭০ হাজার ১৬৮ এবং বিনিয়োগ গ্রাহকসংখ্যা ৬০ হাজার ৬২৪।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ‘দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু করে সর্বক্ষেত্রে শাহ্জালাল ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা দিয়ে আসছে। শুরু থেকেই এই ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল, যার ফলে এই স্বল্প সময়ে ব্যাংকটি একটি ভালো অবস্থানে উপনীত হতে পেরেছে। গৌরবময় সাফল্যের এই ধারায় গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’
২২ বছর পূর্তি উদ্যাপন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আজ বুধবার করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় কোরআন পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২২ বছর পূর্তি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, ইমতিয়াজ ইউ. আহমেদ ও মো. নাজিমউদ্দৌলাসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. ফরিদ উদ্দিন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৪০টি শাখা, তিনটি উপশাখা, প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিংসেবা প্রদান করে আসছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত এই ব্যাংকের আমানতের মোট পরিমাণ প্রায় ২৪ হাজার ৩৪৬ কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ২৩ হাজার ৪৭১ কোটি টাকা।
গত ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আমদানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ৯ হাজার ৫৬ কোটি টাকা এবং রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ৭ হাজার ৯৭৯ কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের আমানত গ্রাহকসংখ্যা প্রায় ১১ লাখ ৭০ হাজার ১৬৮ এবং বিনিয়োগ গ্রাহকসংখ্যা ৬০ হাজার ৬২৪।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ‘দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু করে সর্বক্ষেত্রে শাহ্জালাল ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা দিয়ে আসছে। শুরু থেকেই এই ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল, যার ফলে এই স্বল্প সময়ে ব্যাংকটি একটি ভালো অবস্থানে উপনীত হতে পেরেছে। গৌরবময় সাফল্যের এই ধারায় গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’
এস আলম সংশ্লিষ্টতার অভিযোগে ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। মূলত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এস আলমের নিয়োগ দেওয়া ইউনিয়ন ব্যাংকের ২৬২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে ‘হুমকি বা ভয়ভীতি’ প্রদর্শনের অভিযানে নেমেছে অভিযোগ করে এই শিল্পগোষ্ঠীর কর্ণধার বলেছেন, এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি ও সিঙ্গাপুরের নাগরিকত্ব ঢাল হিসেবে কাজ করবে। এস আলম ও তাঁর পরিবারের সদস্যরা এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে এবিষয়ে
৮ ঘণ্টা আগেবাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর আরও ৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৮ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়
৯ ঘণ্টা আগে