বিকাশের মাধ্যমে রেমিট্যান্স সেবা চালু স্ট্যান্ডার্ড ব্যাংকের

বিজ্ঞপ্তি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১৮: ১১

বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা চালু করেছে শরিয়াভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবা উদ্বোধন করা হয়। 

সেবার আওতায় সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউস যথাক্রমে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস (ইউএসএ) ও স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেডসহ স্ট্যান্ডার্ড ব্যাংকের সঙ্গে বৈদেশিক রেমিট্যান্স পাঠাতে চুক্তিবদ্ধ যেকোনো ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বাংলাদেশে তাঁদের সুবিধাভোগীদের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। 

সম্প্রতি ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মো. আলী রেজা, ইভিপি ও হেড অব আইটি সুফি তোফায়েল আহমেদ এবং বিকাশের রেমিট্যান্স পার্টনারশিপ ম্যানেজমেন্ট ডিভিশনের ভিপি সাইদ শেখ ইবনে জিলানী, ইন্টারন্যাশনাল রেমিট্যান্স অপারেশন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শফিউল্লাহ সৌরভসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত