বিজ্ঞপ্তি
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ডি ১ কাপ বাংলাদেশ ২০২৩ ’। ডিসকভারি ওয়ান লিমিটেডের আয়োজনে টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ছিল বিকাশ।
ইলেকট্রনিক স্পোর্টস বা সংক্ষেপে ই-স্পোর্টস বলতে বোঝায় অনলাইনভিত্তিক কম্পিউটার বা মোবাইল গেমিং টুর্নামেন্টকে। সারা বিশ্বে, বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকা দেশগুলোতে এ ধরনের টুর্নামেন্ট বেশ জনপ্রিয়, যা ধীরে ধীরে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যেও সাড়া ফেলছে। এই টুর্নামেন্টগুলোয় খেলোয়াড়েরা একক বা দলগতভাবে অংশ নিয়ে থাকেন।
ডি ১ কাপ প্রতিযোগিতার বাছাইপর্ব অনলাইনে হলেও মূল পর্ব ‘ডি ১ কাপ বাংলাদেশ সেশন-২’-এর ফাইনাল অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। সারা দেশ থেকে তিন শতাধিক দল ই-স্পোর্টস টুর্নামেন্টের তিনটি গেম ‘ভ্যালোরেন্ট’, ‘সিএস: গো’ ও ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ গেমে অংশ নেয়।
কম্পিউটার ভিত্তিক গেম ‘ভ্যালোরেন্টে’ বিজয়ী হয় টিম এমএলটি এবং ‘সিএস: গো’ গেমে বিজয়ী হয় টিম রেড ভাইপারজ। মোবাইল ভিত্তিক গেম ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’এ বিজয়ী হয় টিম ক্রালস কাউন্সিল।
বিজয়ী দলগুলোর পাশাপাশি, টুর্নামেন্টের সেরা ৩২টি দল বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতে। সব মিলিয়ে টুর্নামেন্টে বিজয়ীদের ৪০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়। পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এই আয়োজনে অংশ নিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘তরুণ গেমাররা অনেক উৎসাহী এ ধরনের কমপিটিশনে এসে। তাদেরকে ভালো প্ল্যাটফর্ম দিতে হবে, মোটিভেট করতে হবে। আমাদের এই গেমাররা বৈশ্বিক কম্পিটিশনগুলোতেও বিজয়ী হবে বলে বিশ্বাস করি।’
বিশ্বজুড়ে গেমারদের কাছে জনপ্রিয় নাম ‘ই-স্পোর্টস’। বাংলাদেশেও দিন দিন এটি জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের গেমিং খাতে নতুন মাইলফলক তৈরির লক্ষ্যে ডিসকভারি ওয়ান লিমিটেডের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয় বিকাশ।
গ্লোবাল ডাটার তথ্য অনুসারে, ২০২২ সালে বিশ্বে ই-স্পোর্টসের মার্কেট ভ্যালু ছিল ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার। বাজারটি প্রতিবছর ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হারে ২০৩০ সাল নাগাদ ৪ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে অনুমান করছে ডিসকভারি ওয়ান লিমিটেড।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ডি ১ কাপ বাংলাদেশ ২০২৩ ’। ডিসকভারি ওয়ান লিমিটেডের আয়োজনে টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ছিল বিকাশ।
ইলেকট্রনিক স্পোর্টস বা সংক্ষেপে ই-স্পোর্টস বলতে বোঝায় অনলাইনভিত্তিক কম্পিউটার বা মোবাইল গেমিং টুর্নামেন্টকে। সারা বিশ্বে, বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকা দেশগুলোতে এ ধরনের টুর্নামেন্ট বেশ জনপ্রিয়, যা ধীরে ধীরে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যেও সাড়া ফেলছে। এই টুর্নামেন্টগুলোয় খেলোয়াড়েরা একক বা দলগতভাবে অংশ নিয়ে থাকেন।
ডি ১ কাপ প্রতিযোগিতার বাছাইপর্ব অনলাইনে হলেও মূল পর্ব ‘ডি ১ কাপ বাংলাদেশ সেশন-২’-এর ফাইনাল অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। সারা দেশ থেকে তিন শতাধিক দল ই-স্পোর্টস টুর্নামেন্টের তিনটি গেম ‘ভ্যালোরেন্ট’, ‘সিএস: গো’ ও ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ গেমে অংশ নেয়।
কম্পিউটার ভিত্তিক গেম ‘ভ্যালোরেন্টে’ বিজয়ী হয় টিম এমএলটি এবং ‘সিএস: গো’ গেমে বিজয়ী হয় টিম রেড ভাইপারজ। মোবাইল ভিত্তিক গেম ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’এ বিজয়ী হয় টিম ক্রালস কাউন্সিল।
বিজয়ী দলগুলোর পাশাপাশি, টুর্নামেন্টের সেরা ৩২টি দল বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতে। সব মিলিয়ে টুর্নামেন্টে বিজয়ীদের ৪০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়। পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এই আয়োজনে অংশ নিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘তরুণ গেমাররা অনেক উৎসাহী এ ধরনের কমপিটিশনে এসে। তাদেরকে ভালো প্ল্যাটফর্ম দিতে হবে, মোটিভেট করতে হবে। আমাদের এই গেমাররা বৈশ্বিক কম্পিটিশনগুলোতেও বিজয়ী হবে বলে বিশ্বাস করি।’
বিশ্বজুড়ে গেমারদের কাছে জনপ্রিয় নাম ‘ই-স্পোর্টস’। বাংলাদেশেও দিন দিন এটি জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের গেমিং খাতে নতুন মাইলফলক তৈরির লক্ষ্যে ডিসকভারি ওয়ান লিমিটেডের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয় বিকাশ।
গ্লোবাল ডাটার তথ্য অনুসারে, ২০২২ সালে বিশ্বে ই-স্পোর্টসের মার্কেট ভ্যালু ছিল ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার। বাজারটি প্রতিবছর ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হারে ২০৩০ সাল নাগাদ ৪ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে অনুমান করছে ডিসকভারি ওয়ান লিমিটেড।
অনুমতি ছাড়াই চার বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন আসমা উল হুসনা নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কর্মকর্তা ছিলেন।
৬ ঘণ্টা আগেইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।
৭ ঘণ্টা আগেবিশ্বের সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। ২০২৪ সালের কাজের জন্য আন্তর্জাতিক ফরচুন ম্যাগাজিন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান
৮ ঘণ্টা আগে