বিজ্ঞপ্তি
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে এই চুক্তি সই হয়।
চুক্তির মাধ্যমে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সব আইডি কার্ডধারী কর্মকর্তা ও কর্মচারী ব্যাংকক হসপিটাল-থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার সময় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই চুক্তির ফলে থাইল্যান্ডে অবস্থিত ব্যাংকক হাসপাতালে রুম, ল্যাবরেটরি পরিষেবা, এক্স-রে, মেডিসিন ফি ও ডেন্টাল ক্লিনিকে বাছাই করা দাঁতের চিকিৎসায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওয়াইজ আর হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আনোয়ার গ্রুপ; ফাইজাহ মেহমুদ, পরিচালক, টেক্সটাইল বিভাগ; মনিরুজ্জামান, সিইও, পলিমার অ্যান্ড গ্যালভানাইজিং বিভাগ; গাজী মাহফুজুর রহমান, সিইও, ইস্পাত ও সিমেন্ট বিভাগ; মোহাম্মদ ফসিউল মওলা, সিইও, আনোয়ার ল্যান্ডমার্ক এবং শান্তনু রায়, জেনারেল ম্যানেজার, গ্রুপ এইচআর স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকক হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধুন দামরংসাক, সহকারী সিইও, ব্যাংকক হাসপাতাল সদর দপ্তর; জিয়ারানাই বুনপ্রসাটসুক, মার্কেটিং ডিরেক্টর, ব্যাংকক হাসপাতাল হেডকোয়ার্টার; এমডি ওয়াসিউল আলম, আন্তর্জাতিক বিপণন বিভাগ; শিরং গুয়ান, আন্তর্জাতিক বিপণন বিভাগ; ফোনথাকর্ন পানিচকুল, অর্থোপেডিকস সার্জন; ইয়োসাভি উক্কায়াগর্ন, কার্ডিয়াক অ্যারিথমিয়া বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট এবং ব্যাংকক হাসপাতালের স্তন ক্যানসার বিভাগের অনকোলজিস্ট এবং মেডিকেল ডিরেক্টর সতীত শ্রীমন্তায়মাস।
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে এই চুক্তি সই হয়।
চুক্তির মাধ্যমে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সব আইডি কার্ডধারী কর্মকর্তা ও কর্মচারী ব্যাংকক হসপিটাল-থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার সময় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই চুক্তির ফলে থাইল্যান্ডে অবস্থিত ব্যাংকক হাসপাতালে রুম, ল্যাবরেটরি পরিষেবা, এক্স-রে, মেডিসিন ফি ও ডেন্টাল ক্লিনিকে বাছাই করা দাঁতের চিকিৎসায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওয়াইজ আর হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আনোয়ার গ্রুপ; ফাইজাহ মেহমুদ, পরিচালক, টেক্সটাইল বিভাগ; মনিরুজ্জামান, সিইও, পলিমার অ্যান্ড গ্যালভানাইজিং বিভাগ; গাজী মাহফুজুর রহমান, সিইও, ইস্পাত ও সিমেন্ট বিভাগ; মোহাম্মদ ফসিউল মওলা, সিইও, আনোয়ার ল্যান্ডমার্ক এবং শান্তনু রায়, জেনারেল ম্যানেজার, গ্রুপ এইচআর স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকক হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধুন দামরংসাক, সহকারী সিইও, ব্যাংকক হাসপাতাল সদর দপ্তর; জিয়ারানাই বুনপ্রসাটসুক, মার্কেটিং ডিরেক্টর, ব্যাংকক হাসপাতাল হেডকোয়ার্টার; এমডি ওয়াসিউল আলম, আন্তর্জাতিক বিপণন বিভাগ; শিরং গুয়ান, আন্তর্জাতিক বিপণন বিভাগ; ফোনথাকর্ন পানিচকুল, অর্থোপেডিকস সার্জন; ইয়োসাভি উক্কায়াগর্ন, কার্ডিয়াক অ্যারিথমিয়া বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট এবং ব্যাংকক হাসপাতালের স্তন ক্যানসার বিভাগের অনকোলজিস্ট এবং মেডিকেল ডিরেক্টর সতীত শ্রীমন্তায়মাস।
ব্ল্যাক ফ্রাইডের ধারণার জন্ম যুক্তরাষ্ট্রে। নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার দেশটিতে থ্যাংকস গিভিং ডে উদ্যাপিত হয়। এর পর দিনই ব্ল্যাক ফ্রাইডে। এ দিনটিতে মূলত ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যে ব্যাপক ছাড় দিয়ে থাকেন। এই দিন থেকেই বড়দিনের কেনাকাটা শুরু করেন অনেকে। বর্তমানে বিশ্বের অনেক দেশেই বেশ জনপ্রিয় এই দিন
৪১ মিনিট আগেসাজেদা ফাউন্ডেশনের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগেপণ্যবাহী যানবাহনের জট কমানো এবং বন্দর কার্যক্রমে আরও গতি আনতে চলতি মাসের শেষ দিকে সম্পূর্ণ ডিজিটাল গেট ফি
১০ ঘণ্টা আগেবেরিয়ে আসতে শুরু করেছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, দেশের ব্যাংকগুলোয় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের
১১ ঘণ্টা আগে