অনলাইন ডেস্ক
সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) রজতজয়ন্তী উদ্যাপন করেছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। ইডকল বেসরকারি খাতকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে তার প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার ফলে এই সফলতা এসেছে।
ফাতিমা ইয়াসমিন আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে তার ঋণ পোর্টফোলিও দ্বিগুণ করতে সক্ষম হবে। এ ছাড়া দেশের বাইরে এর কার্যক্রম বিস্তৃত করা হবে।
ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ২৫ বছর আগে ছোট একটি টিম এবং ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ইডকলের যাত্রা শুরু হয়। বর্তমান ইডকলের ঋণ পোর্টফোলিও প্রায় ১ বিলিয়ন ডলার এবং পরিশোধিত মূলধন ৬৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ইডকলের এ পথচলায় সঙ্গে থাকার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান আলমগীর মোরশেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিদ্যুৎসচিব হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইডকল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৪ মে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়নসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে।
সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) রজতজয়ন্তী উদ্যাপন করেছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। ইডকল বেসরকারি খাতকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে তার প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার ফলে এই সফলতা এসেছে।
ফাতিমা ইয়াসমিন আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে তার ঋণ পোর্টফোলিও দ্বিগুণ করতে সক্ষম হবে। এ ছাড়া দেশের বাইরে এর কার্যক্রম বিস্তৃত করা হবে।
ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ২৫ বছর আগে ছোট একটি টিম এবং ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ইডকলের যাত্রা শুরু হয়। বর্তমান ইডকলের ঋণ পোর্টফোলিও প্রায় ১ বিলিয়ন ডলার এবং পরিশোধিত মূলধন ৬৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ইডকলের এ পথচলায় সঙ্গে থাকার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান আলমগীর মোরশেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিদ্যুৎসচিব হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইডকল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৪ মে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়নসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগী হয়েছে।
২১ মিনিট আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
৩৬ মিনিট আগেঅনুমতি ছাড়াই চার বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন আসমা উল হুসনা নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কর্মকর্তা ছিলেন।
১০ ঘণ্টা আগেইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।
১১ ঘণ্টা আগে