বিজ্ঞপ্তি
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের দুজন কর্মী দক্ষিণ এশিয়ার সম্মানজনক পুরস্কার বিএফএসআই টেক অ্যাওয়ার্ড পেয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ জন প্রতিনিধি এই আয়োজনে অংশগ্রহণ করেন।
সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট’ অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। নেপালের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজি শ্রেষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৪৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এবারের আয়োজনে নগদ লিমিটেডের চিফ প্রোগ্রাম অফিসার শাহরিয়ার ইবনে জামান ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইনোভেশন’ ক্যাটাগরিতে ‘রাইজিং স্টার’ পুরস্কার পান এবং নগদ লিমিটেডের হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং কেএম মনসুরুল আজিজ ‘রাইজিং স্টার’ ক্যাটাগরিতে ‘পিআর অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস প্রফেশনাল অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।
বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি অংশগ্রহণকারী এই আয়োজনে অংশ নেন। এর মধ্যে সার্কভুক্ত ছয়টি দেশ ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের ব্যাংকখাতের ইন্ডাস্ট্রি লিডার্স, পলিসি মেকার্স এবং ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। এই আয়োজনে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিতে উদ্ভাবন নিয়ে আসা ব্যক্তিদের সম্মানিত করা হয়। ১০টি ভিন্ন সেশনে ৪০ জনের বেশি বক্তা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সম্প্রতি নগদ বিএমডব্লিউ ক্যাম্পেইন পরিচালনা করেছে। যেটি শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও সমান আওয়াজ তুলেছিল। এই ক্যাম্পেইনের ফলে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নগদের দুজন কর্মীকে বিএফএসআই-এর স্বীকৃতি যেটিকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।
স্বীকৃতির বিষয়ে নগদ লিমিটেডের চিফ প্রোগ্রাম অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, ‘যেকোনো পুরস্কার জেতা সব সময়ই আনন্দের। আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি এই স্বীকৃতির জন্য, এটি আরও প্রমাণ করে উদ্ভাবনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর কীভাবে সম্ভব।’
পুরস্কার অর্জনের পর নগদ লিমিটেডের হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং কেএম মনসুরুল আজিজ বলেন, ‘গত বছর নগদে মার্কেটিং কমিউনিকেশনস অবদানের জন্য আমি এই স্বীকৃতি পেয়েছি, যার কারণে আমি সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই অর্জনই প্রমাণ করে নগদ নিয়মিতভাবে ভালো করছে।’
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের দুজন কর্মী দক্ষিণ এশিয়ার সম্মানজনক পুরস্কার বিএফএসআই টেক অ্যাওয়ার্ড পেয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ জন প্রতিনিধি এই আয়োজনে অংশগ্রহণ করেন।
সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট’ অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। নেপালের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজি শ্রেষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৪৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এবারের আয়োজনে নগদ লিমিটেডের চিফ প্রোগ্রাম অফিসার শাহরিয়ার ইবনে জামান ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইনোভেশন’ ক্যাটাগরিতে ‘রাইজিং স্টার’ পুরস্কার পান এবং নগদ লিমিটেডের হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং কেএম মনসুরুল আজিজ ‘রাইজিং স্টার’ ক্যাটাগরিতে ‘পিআর অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস প্রফেশনাল অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।
বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি অংশগ্রহণকারী এই আয়োজনে অংশ নেন। এর মধ্যে সার্কভুক্ত ছয়টি দেশ ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের ব্যাংকখাতের ইন্ডাস্ট্রি লিডার্স, পলিসি মেকার্স এবং ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। এই আয়োজনে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিতে উদ্ভাবন নিয়ে আসা ব্যক্তিদের সম্মানিত করা হয়। ১০টি ভিন্ন সেশনে ৪০ জনের বেশি বক্তা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সম্প্রতি নগদ বিএমডব্লিউ ক্যাম্পেইন পরিচালনা করেছে। যেটি শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও সমান আওয়াজ তুলেছিল। এই ক্যাম্পেইনের ফলে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নগদের দুজন কর্মীকে বিএফএসআই-এর স্বীকৃতি যেটিকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।
স্বীকৃতির বিষয়ে নগদ লিমিটেডের চিফ প্রোগ্রাম অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, ‘যেকোনো পুরস্কার জেতা সব সময়ই আনন্দের। আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি এই স্বীকৃতির জন্য, এটি আরও প্রমাণ করে উদ্ভাবনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর কীভাবে সম্ভব।’
পুরস্কার অর্জনের পর নগদ লিমিটেডের হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং কেএম মনসুরুল আজিজ বলেন, ‘গত বছর নগদে মার্কেটিং কমিউনিকেশনস অবদানের জন্য আমি এই স্বীকৃতি পেয়েছি, যার কারণে আমি সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই অর্জনই প্রমাণ করে নগদ নিয়মিতভাবে ভালো করছে।’
অনুমতি ছাড়াই চার বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন আসমা উল হুসনা নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কর্মকর্তা ছিলেন।
৯ ঘণ্টা আগেইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।
১০ ঘণ্টা আগেবিশ্বের সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। ২০২৪ সালের কাজের জন্য আন্তর্জাতিক ফরচুন ম্যাগাজিন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান
১১ ঘণ্টা আগে