বিজ্ঞপ্তি
কম্পিউটার ব্যবহারে গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির মনিটর আনছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই পরিপ্রেক্ষিতে সিনেডি ও সিনেক্সা ব্র্যান্ডের ফুলএইচডি থেকে ফোরকে (৪ কে) রেজ্যুলেশনের ডিসপ্লেসহ মোট ৯ মডেলের মনিটর বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। সর্বাধুনিক ফিচারে সাজানো ২১ দশমিক ৪৫ থেকে ২৭ ইঞ্চির ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের মনিটরগুলোয় বিভিন্ন সুবিধার পাশাপাশি ২ বছরের প্যানেল ওয়ারেন্টিসহ ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, মডেলভেদে ওয়ালটনের এসব মনিটরে রয়েছে এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ আইপিএস ডিসপ্লে, বেজেল ছাড়া ৩ দিকে ফ্রেমলেস ডিজাইন, ৬০ থেকে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ থেকে ৪০০ নিটস ব্রাইটনেস, একুরেট কালার কোয়ালিটির সুবিধার্থে এনটিএসসি ৮৫ পারসেন্ট থেকে ৯৩ পারসেন্ট, অ্যাডব আরজিবি ৯৫ পারসেন্ট এবং ডিসিআই-পিসি ৯৫ পারসেন্ট ইত্যাদি কালার গ্যামুট, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল, ১০০০:১ কনট্রাস্ট রেশিও, লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি টেকনোলজি, হাই-ডাইনামিক রেঞ্জ (এইচডিআর), এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি, টিল্ট, সুইভেল ও ভেসা মাউন্টিং অপশন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, বিল্ট-ইন স্পিকার, অডিও আউটসহ বিভিন্ন অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফিচার।
ওয়ালটনের এসব মনিটর সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। ব্যবহারকারীরা প্রিমিয়াম ফিল পাবেন। ভিডিও এডিটিং, গ্রাফিকস কিংবা অফিশিয়াল কাজ এবং জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।
জানা গেছে, ওয়ালটন ডব্লিউডি ২৭ ইউআই ০৮ মডেলের অ্যান্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ ফোরকে ডিসপ্লের ২৭ ইঞ্চির মনিটরটি ভিডিও এডিটিং, উচ্চমানের গ্রাফিকসের কাজ এবং গেমিংয়ের জন্য আদর্শ। এটির দাম ৩৪ হাজার ৫৫০ টাকা। আর ডব্লিউডি ২৭ জিআই ০৬ এবং ডব্লিউডি ২৭ জিআই ০৭ মডেলের ২৭ ইঞ্চির মনিটর দুটিতে ব্যবহৃত হয়েছে এন্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ কিউএইচডি ডিসপ্লে। সেই সঙ্গে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১ মিলি সেকেন্ড রেসপন্স টাইম যা গেমিং ও পেশাদার গ্রাফিকসের কাজে দেয় অসাধারণ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। দাম যথাক্রমে ৩২ হাজার ৭৫০ এবং ৩৪ হাজার ৭৫০ টাকা।
এদিকে, সিনেডি ডব্লিউডি ২৩৮ আই ১২ মডেলে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই মডেলটির দাম ১৬ হাজার ৮৫০ টাকা। এ ছাড়া রয়েছে সিনেক্সা ডব্লিউডি ২১৫ আই ০৯ মডেলের মনিটর। এতে ২১ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লে, আইপিএস প্যানেল, ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৮৫ পারসেন্ট এনটিএসসি, ভেসা মাউন্ট ইত্যাদি সুবিধা রয়েছে। এই মডেলের মনিটরে ভিজিএ, এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি পোর্ট একসঙ্গে পাওয়া যায়। এটির মূল্য মাত্র ১০ হাজার ৫৫০ টাকা।
ওয়ালটনের ৯ হাজার ৭৫০ টাকা থেকে ১৭ হাজার ৭৫০ টাকা মূল্যের ২১ দশমিক ৪৫ থেকে ২৩ দশমিক ৮ ইঞ্চির অন্য মনিটরগুলোয় অনায়াসেই দৈনন্দিন সব ধরনের ব্যক্তিগত ও অফিশিয়াল কাজ করা যায়।
ওয়ালটন কম্পিউটারে চলছে মেগা সেল অফার। এর আওতায় ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালটন ডিজি-টেক (waltondigitech.com) ওয়েবসাইট থেকে যেকোনো কম্পিউটার এক্সেসরিজ অর্ডার করে গ্রাহকেরা ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারছেন। আর সামার ফেস্ট ট্রিপল অফারে রয়েছে থাইল্যান্ড ও কক্সবাজারের এয়ার টিকিট জয়ের সুযোগসহ নিশ্চিত গিফট ও মূল্যছাড়।
কম্পিউটার ব্যবহারে গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির মনিটর আনছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই পরিপ্রেক্ষিতে সিনেডি ও সিনেক্সা ব্র্যান্ডের ফুলএইচডি থেকে ফোরকে (৪ কে) রেজ্যুলেশনের ডিসপ্লেসহ মোট ৯ মডেলের মনিটর বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। সর্বাধুনিক ফিচারে সাজানো ২১ দশমিক ৪৫ থেকে ২৭ ইঞ্চির ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের মনিটরগুলোয় বিভিন্ন সুবিধার পাশাপাশি ২ বছরের প্যানেল ওয়ারেন্টিসহ ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, মডেলভেদে ওয়ালটনের এসব মনিটরে রয়েছে এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ আইপিএস ডিসপ্লে, বেজেল ছাড়া ৩ দিকে ফ্রেমলেস ডিজাইন, ৬০ থেকে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ থেকে ৪০০ নিটস ব্রাইটনেস, একুরেট কালার কোয়ালিটির সুবিধার্থে এনটিএসসি ৮৫ পারসেন্ট থেকে ৯৩ পারসেন্ট, অ্যাডব আরজিবি ৯৫ পারসেন্ট এবং ডিসিআই-পিসি ৯৫ পারসেন্ট ইত্যাদি কালার গ্যামুট, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল, ১০০০:১ কনট্রাস্ট রেশিও, লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি টেকনোলজি, হাই-ডাইনামিক রেঞ্জ (এইচডিআর), এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি, টিল্ট, সুইভেল ও ভেসা মাউন্টিং অপশন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, বিল্ট-ইন স্পিকার, অডিও আউটসহ বিভিন্ন অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফিচার।
ওয়ালটনের এসব মনিটর সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। ব্যবহারকারীরা প্রিমিয়াম ফিল পাবেন। ভিডিও এডিটিং, গ্রাফিকস কিংবা অফিশিয়াল কাজ এবং জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।
জানা গেছে, ওয়ালটন ডব্লিউডি ২৭ ইউআই ০৮ মডেলের অ্যান্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ ফোরকে ডিসপ্লের ২৭ ইঞ্চির মনিটরটি ভিডিও এডিটিং, উচ্চমানের গ্রাফিকসের কাজ এবং গেমিংয়ের জন্য আদর্শ। এটির দাম ৩৪ হাজার ৫৫০ টাকা। আর ডব্লিউডি ২৭ জিআই ০৬ এবং ডব্লিউডি ২৭ জিআই ০৭ মডেলের ২৭ ইঞ্চির মনিটর দুটিতে ব্যবহৃত হয়েছে এন্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ কিউএইচডি ডিসপ্লে। সেই সঙ্গে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১ মিলি সেকেন্ড রেসপন্স টাইম যা গেমিং ও পেশাদার গ্রাফিকসের কাজে দেয় অসাধারণ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। দাম যথাক্রমে ৩২ হাজার ৭৫০ এবং ৩৪ হাজার ৭৫০ টাকা।
এদিকে, সিনেডি ডব্লিউডি ২৩৮ আই ১২ মডেলে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই মডেলটির দাম ১৬ হাজার ৮৫০ টাকা। এ ছাড়া রয়েছে সিনেক্সা ডব্লিউডি ২১৫ আই ০৯ মডেলের মনিটর। এতে ২১ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লে, আইপিএস প্যানেল, ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৮৫ পারসেন্ট এনটিএসসি, ভেসা মাউন্ট ইত্যাদি সুবিধা রয়েছে। এই মডেলের মনিটরে ভিজিএ, এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি পোর্ট একসঙ্গে পাওয়া যায়। এটির মূল্য মাত্র ১০ হাজার ৫৫০ টাকা।
ওয়ালটনের ৯ হাজার ৭৫০ টাকা থেকে ১৭ হাজার ৭৫০ টাকা মূল্যের ২১ দশমিক ৪৫ থেকে ২৩ দশমিক ৮ ইঞ্চির অন্য মনিটরগুলোয় অনায়াসেই দৈনন্দিন সব ধরনের ব্যক্তিগত ও অফিশিয়াল কাজ করা যায়।
ওয়ালটন কম্পিউটারে চলছে মেগা সেল অফার। এর আওতায় ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালটন ডিজি-টেক (waltondigitech.com) ওয়েবসাইট থেকে যেকোনো কম্পিউটার এক্সেসরিজ অর্ডার করে গ্রাহকেরা ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারছেন। আর সামার ফেস্ট ট্রিপল অফারে রয়েছে থাইল্যান্ড ও কক্সবাজারের এয়ার টিকিট জয়ের সুযোগসহ নিশ্চিত গিফট ও মূল্যছাড়।
নেপাল প্রথমবারের মতো ভারতের বিদ্যুৎ সংযোগ অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। এটিকে উপ–আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনা তৃতীয় কোনো দেশের সঙ্গে নেপালের বিদ্যুৎ বাণিজ্যের প্রথম দৃষ্টান্ত।
২ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
১৫ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
১৭ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
১ দিন আগে