বিজ্ঞপ্তি
দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ২ ও ৩ ফেব্রুয়ারি চাল, ডাল, মাছ, তেল, শীতকালীন বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
বিশেষ করে স্যাভলন টুইংকেল বেবি প্যান্ট ডায়াপার (মাঝারি ও বড় ২৪টি) স্বপ্নে পাওয়া যাবে ৫৮৮ টাকায়, খোলাবাজারে যার দাম ৭০০ টাকা। এখানে গ্রাহকেরা ১১২ টাকা সাশ্রয় করতে পারবেন। এ ছাড়া জনসন পিঙ্ক বেবি লোশন (৫০০ মিলি) স্বপ্নে ৭১৫ টাকা ৫ পয়সায় পাওয়া যাবে, খোলাবাজারে যার দাম ৯৫০ টাকা (২৩৪ টাকা ৯৫ পয়সা সাশ্রয়), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ ৪০০ গ্রাম স্বপ্নে পাওয়া যাবে ১৭৮ টাকা ৫০ পয়সায়, খোলাবাজারে যার দাম ২০০ টাকা (২১ টাকা ৫০ পয়সা সাশ্রয়), সানসিল্ক স্টানিং ব্ল্যাক শাইন শ্যাম্পু (৩৪০ +-১০ মিলি) স্বপ্নে পাওয়া যাবে ৩১৩ টাকা ৯৫ পয়সায়, খোলাবাজারে যার দাম ৩৮০ টাকা (সাশ্রয় হবে ৬৬ টাকা ৫ পয়সা), নেসক্যাফে গোল্ড কফি জার (৯৫ +-৫ গ্রাম) স্বপ্নে ৮১৩ টাকা ৭৫ পয়সায় পাওয়া যাবে, খোলাবাজারে যার দাম ৮৬০ টাকা (সাশ্রয় ৪৬ টাকা ২৫ পয়সা), ট্যাং ড্রিংক পাউডার (৭৫০ গ্রাম) জার ম্যাংগো এবং অরেঞ্জ ফ্লেভার ৪০০ টাকায় স্বপ্নে গ্রাহকেরা কিনতে পারবেন, খোলাবাজারে যার মূল্য ৬৫০ টাকা (সাশ্রয় ২৫০ টাকা)।
একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সব প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।
দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ২ ও ৩ ফেব্রুয়ারি চাল, ডাল, মাছ, তেল, শীতকালীন বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
বিশেষ করে স্যাভলন টুইংকেল বেবি প্যান্ট ডায়াপার (মাঝারি ও বড় ২৪টি) স্বপ্নে পাওয়া যাবে ৫৮৮ টাকায়, খোলাবাজারে যার দাম ৭০০ টাকা। এখানে গ্রাহকেরা ১১২ টাকা সাশ্রয় করতে পারবেন। এ ছাড়া জনসন পিঙ্ক বেবি লোশন (৫০০ মিলি) স্বপ্নে ৭১৫ টাকা ৫ পয়সায় পাওয়া যাবে, খোলাবাজারে যার দাম ৯৫০ টাকা (২৩৪ টাকা ৯৫ পয়সা সাশ্রয়), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ ৪০০ গ্রাম স্বপ্নে পাওয়া যাবে ১৭৮ টাকা ৫০ পয়সায়, খোলাবাজারে যার দাম ২০০ টাকা (২১ টাকা ৫০ পয়সা সাশ্রয়), সানসিল্ক স্টানিং ব্ল্যাক শাইন শ্যাম্পু (৩৪০ +-১০ মিলি) স্বপ্নে পাওয়া যাবে ৩১৩ টাকা ৯৫ পয়সায়, খোলাবাজারে যার দাম ৩৮০ টাকা (সাশ্রয় হবে ৬৬ টাকা ৫ পয়সা), নেসক্যাফে গোল্ড কফি জার (৯৫ +-৫ গ্রাম) স্বপ্নে ৮১৩ টাকা ৭৫ পয়সায় পাওয়া যাবে, খোলাবাজারে যার দাম ৮৬০ টাকা (সাশ্রয় ৪৬ টাকা ২৫ পয়সা), ট্যাং ড্রিংক পাউডার (৭৫০ গ্রাম) জার ম্যাংগো এবং অরেঞ্জ ফ্লেভার ৪০০ টাকায় স্বপ্নে গ্রাহকেরা কিনতে পারবেন, খোলাবাজারে যার মূল্য ৬৫০ টাকা (সাশ্রয় ২৫০ টাকা)।
একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সব প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।
পণ্যবাহী যানবাহনের জট কমানো এবং বন্দর কার্যক্রমে আরও গতি আনতে চলতি মাসের শেষ দিকে সম্পূর্ণ ডিজিটাল গেট ফি
৭ ঘণ্টা আগেবেরিয়ে আসতে শুরু করেছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, দেশের ব্যাংকগুলোয় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের
৮ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগী হয়েছে।
৮ ঘণ্টা আগেঅনুমতি ছাড়াই চার বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন আসমা উল হুসনা নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কর্মকর্তা ছিলেন।
১৮ ঘণ্টা আগে