বিজ্ঞপ্তি
জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনুইন পণ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে একসঙ্গে চারটি শোরুম চালু করল সনি-স্মার্ট। বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, যা সনি-স্মার্ট নামে সর্বাধিক পরিচিত।
গত বৃহস্পতিবার চট্টলাবাসীর মধ্যে অনেক বেশি ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নগরীর আগ্রাবাদ, নিউমার্কেট, লালখান বাজার ও হালিশহর এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব শোরুম চালু হয়। সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস এবং সনি-স্মার্ট পরিচালক তানভীর হোসেন ফিতা কেটে চট্টগ্রামের শোরুমগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান।
চট্টগ্রামে সনি-স্মার্ট শোরুম উদ্বোধন উপলক্ষে ঈদের চাঁদ রাত পর্যন্ত কেনাকাটায় থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’-এর মাধ্যমে নিশ্চিত উপহার জেতার সুযোগ। এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মালদ্বীপ ভ্রমণের টিকিট, ১০০ পারসেন্ট পর্যন্ত ক্যাশব্যাক, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ অসংখ্য পুরস্কারের মধ্যে যেকোনো একটি জেতার নিশ্চিত সুযোগ।
এছাড়াও চট্টগ্রামের শোরুমগুলো থেকে সারা দেশের মতোই সুপার মাইন্ড-ব্লোয়িং ঈদ অফারের আওতায় মন ভুলানো দামে মিলছে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট-এর সকল পণ্য। এই যেমন সনি’র ৪৩ ইঞ্চি ফোর-কে অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার টাকায়, স্মার্ট ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির দাম মাত্র ২৫ হাজার টাকায় এবং বান্ডেলে যেকোনো সনি টিভির সঙ্গে সনির এসআরএস-এক্সজি ৫০০ মডেলের পোর্টেবল ওয়্যারলেস পার্টি স্পিকার মিলছে মাত্র ৩৫ হাজার টাকায়।
সনি-স্মার্ট জি-ফাইভ পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশন নিশ্চিত করে বাংলাদেশে ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বাজারজাত করে যাচ্ছে। সনি-স্মার্টের জি-ফাইভ নীতি সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সনির আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে শক্তিশালী ক্রেতা স্বার্থ সুরক্ষা নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সনি-স্মার্টের জি-ফাইভ নিশ্চয়তায় ক্রেতাদের আস্থা আর বিশ্বাসের প্রমাণ মিলেছে চট্টগ্রামের শোরুমগুলো চালুর দিনেই। উদ্বোধনের শুরুতেই জেনুইন মূল্যে, জেনুইন পণ্য আর সেবার নিশ্চয়তায় সুপার মাইন্ড ব্লোয়িং ঈদ অফার উপভোগ করতে সনি-স্মার্টের শোরুমগুলোতে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। এদিন টেলিভিশন ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে।
শোরুমগুলোর উদ্বোধনী বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস জানান, সনি-স্মার্ট একসঙ্গে বাংলাদেশের সনি-প্রেমীদের জন্য আসল পণ্য সরবরাহে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ক্রেতা স্বার্থ সংরক্ষণে গৃহীত সনি-স্মার্টের জি-ফাইভ নীতি সনির আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে শক্তিশালী ক্রেতা স্বার্থ সুরক্ষা নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। চট্টগ্রামের বাসিন্দাদের তিনি এই মর্মে নিশ্চিত করেন যে, সনি-স্মার্ট শোরুম থেকে তাঁরা নিশ্চিন্তে সনির প্রকৃত পণ্য পাবেন।
জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনুইন পণ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে একসঙ্গে চারটি শোরুম চালু করল সনি-স্মার্ট। বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, যা সনি-স্মার্ট নামে সর্বাধিক পরিচিত।
গত বৃহস্পতিবার চট্টলাবাসীর মধ্যে অনেক বেশি ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নগরীর আগ্রাবাদ, নিউমার্কেট, লালখান বাজার ও হালিশহর এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব শোরুম চালু হয়। সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস এবং সনি-স্মার্ট পরিচালক তানভীর হোসেন ফিতা কেটে চট্টগ্রামের শোরুমগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান।
চট্টগ্রামে সনি-স্মার্ট শোরুম উদ্বোধন উপলক্ষে ঈদের চাঁদ রাত পর্যন্ত কেনাকাটায় থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’-এর মাধ্যমে নিশ্চিত উপহার জেতার সুযোগ। এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মালদ্বীপ ভ্রমণের টিকিট, ১০০ পারসেন্ট পর্যন্ত ক্যাশব্যাক, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ অসংখ্য পুরস্কারের মধ্যে যেকোনো একটি জেতার নিশ্চিত সুযোগ।
এছাড়াও চট্টগ্রামের শোরুমগুলো থেকে সারা দেশের মতোই সুপার মাইন্ড-ব্লোয়িং ঈদ অফারের আওতায় মন ভুলানো দামে মিলছে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট-এর সকল পণ্য। এই যেমন সনি’র ৪৩ ইঞ্চি ফোর-কে অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার টাকায়, স্মার্ট ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির দাম মাত্র ২৫ হাজার টাকায় এবং বান্ডেলে যেকোনো সনি টিভির সঙ্গে সনির এসআরএস-এক্সজি ৫০০ মডেলের পোর্টেবল ওয়্যারলেস পার্টি স্পিকার মিলছে মাত্র ৩৫ হাজার টাকায়।
সনি-স্মার্ট জি-ফাইভ পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশন নিশ্চিত করে বাংলাদেশে ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বাজারজাত করে যাচ্ছে। সনি-স্মার্টের জি-ফাইভ নীতি সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সনির আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে শক্তিশালী ক্রেতা স্বার্থ সুরক্ষা নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সনি-স্মার্টের জি-ফাইভ নিশ্চয়তায় ক্রেতাদের আস্থা আর বিশ্বাসের প্রমাণ মিলেছে চট্টগ্রামের শোরুমগুলো চালুর দিনেই। উদ্বোধনের শুরুতেই জেনুইন মূল্যে, জেনুইন পণ্য আর সেবার নিশ্চয়তায় সুপার মাইন্ড ব্লোয়িং ঈদ অফার উপভোগ করতে সনি-স্মার্টের শোরুমগুলোতে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। এদিন টেলিভিশন ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে।
শোরুমগুলোর উদ্বোধনী বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস জানান, সনি-স্মার্ট একসঙ্গে বাংলাদেশের সনি-প্রেমীদের জন্য আসল পণ্য সরবরাহে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ক্রেতা স্বার্থ সংরক্ষণে গৃহীত সনি-স্মার্টের জি-ফাইভ নীতি সনির আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে শক্তিশালী ক্রেতা স্বার্থ সুরক্ষা নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। চট্টগ্রামের বাসিন্দাদের তিনি এই মর্মে নিশ্চিত করেন যে, সনি-স্মার্ট শোরুম থেকে তাঁরা নিশ্চিন্তে সনির প্রকৃত পণ্য পাবেন।
অনুমতি ছাড়াই চার বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন আসমা উল হুসনা নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কর্মকর্তা ছিলেন।
৪৩ মিনিট আগেইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।
২ ঘণ্টা আগেবিশ্বের সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। ২০২৪ সালের কাজের জন্য আন্তর্জাতিক ফরচুন ম্যাগাজিন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান
৩ ঘণ্টা আগে