বিজ্ঞপ্তি
ট্রান্সকম ডিজিটাল ‘হিটাচি স্টার নাইট ২০২২ ’-এ উন্মোচন করলো নতুন রেঞ্জের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স। এই অনুষ্ঠানটি ১ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রান্সকম ডিজিটাল এনেছে হিটাচি R-WB 700 VPB 2 রেফ্রিজারেটর। এতে আছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট সিলেক্টিভ জোন আর স্বয়ংক্রিয় আইসমেকার।
প্রিমিয়াম ডিজাইনের এই রেফ্রিজারেটরে আছে এনার্জি এফিশিয়েন্ট ইনভার্টার প্রযুক্তি আর ডুয়েল ফ্যান কুলিং। গ্লাস ব্ল্যাক আর গ্লাস ক্লিয়ার ব্ল্যাক—এই দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে রেফ্রিজারেটরটি।
ট্রান্সকম ওয়াশিং মেশিনও এনেছে—BD-120 XGV মডেলের। এই নতুন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে সর্বোচ্চ স্পিন স্পিড ১৬০ আরপিএম। এতে আছে স্বয়ংক্রিয় সেলফ ক্লিন সিস্টেম আর অটো ডোজিং সিস্টেম।
এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন ওয়াশার ড্রায়ারে রয়েছে কাপড়ে ভাঁজ কমাতে উইন্ড আয়রন আর স্মার্ট সেন্সিং এআই ওয়াশ। এর সঙ্গে নতুন ফ্রিকশন ড্যাম্পার আর পাঁচ স্তরের লিকুইড ব্যালেন্সার একে করেছে আরও সুবিধাজনক। এই প্রশস্ত ড্রামযুক্ত ওয়াশিং মেশিন সাদা আর মভ গ্রে রঙে পাওয়া যাচ্ছে।
নতুন উন্মোচন হওয়া পণ্যগুলোর মধ্যে আরও রয়েছে আধুনিক স্টিক টাইপ হালকা ওজনের (দেড় কেজি মাত্র) ভ্যাকুয়াম ক্লিনার PV-XL 2 K। এর আছে শক্তিশালী স্মার্ট হেড যা গ্রিন এলইডি প্রযুক্তি ও ট্যাঙ্গল ফ্রি ব্রাশ ব্যবহার করে। সহজেই খোলা যায় এমন আর অ্যাডজাস্টেবল এক্সটেনশন পাইপ এই শ্যাম্পেন গোল্ড রঙয়ের অ্যাপ্লায়েন্সটির ব্যবহারকে করেছে অত্যন্ত সুবিধাজনক।
এই অনুষ্ঠানে আরও উন্মোচন করা হয়েছে মাইক্রোওয়েভ HMR-M 2002, HMR-FG 2012, ও HMR-DG 2312। শেষের দুটিতে রয়েছে গরম করা ও রান্না করা ছাড়াও গ্রিলিং অপশন। সবগুলোতেই আছে চাইল্ড সেফটি লক, মাল্টিস্টেজ কুকিং আর অটো কুকিং মোড ইত্যাদি।
উন্মোচিত নতুন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আরও আছে অত্যন্ত উন্নত প্রযুক্তির হিটাচি এয়ার কন্ডিশনার। নতুন ওয়েভ ডিজাইনের RAP-G 012 HFEOEZ 1, RSQG 018 HFEOEZ 1, RMQG 024 HFEOEZ 1 তে আছে কার্যকর এনার্জি সেভিং অত্যাধুনিক ইনভার্টার প্রযুক্তি। উন্নত সফট ড্রাই প্রযুক্তি পানির বিন্দু জমতে দেয়না এতে। এর ফলে ঘর থাকে জীবানু ও দুর্গন্ধমুক্ত। এর ট্রপিকাল ইনভার্টার দ্রুত ঠান্ডা হওয়ার নিশ্চয়তা দেয়।
অনুষ্ঠানে হিটাচি হোম অ্যাপ্লায়েন্সের সেলস বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক তরুণ জৈন বলেন, ‘আমাদের বাজার বিস্তৃত করতে গতি আনার জন্য আমরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাই। আমরা নিত্য নতুন আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন সব পণ্য উন্মোচনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট লাইন বৃদ্ধি করতে চাই এদেশে।’
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, ‘নতুন ইলেকট্রনিক ব্যবসার বাজার তৈরির মাধ্যমে ও ৫৫ শতাংশ পর্যন্ত ডিলার পয়েন্ট বাড়িয়ে আমরা সবদিকেই কোম্পানির বিকাশ নিশ্চিত করছি। এখন আমাদের সঙ্গে হিটাচি এভাবে একসঙ্গে কাজ করলে আমরা পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য, শক্তিশালী ডিলার ম্যানেজমেন্ট, গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রমোশন, দ্রুত ও মানসম্পন্ন সেবা আর নতুন নতুন ইলেকট্রনিক ব্যবসা ক্ষেত্রের অন্তর্ভুক্তির কাজগুলো আরও ফলপ্রসূ ভাবে জারি রাখতে পারব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) পিটিএ লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়া ম্যানেজিং ডিরেক্টর চেন টেক বেং, সেলস (এক্সপোর্ট) বিষয়ক ডিরেক্টর তরুণ জৈন, সেলসের (এক্সপোর্ট) প্রধান এলভিন থাম, ট্রান্সকম ইলেকট্রনিকসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আরশাদ হক, ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন এবং ট্রান্সকম ডিজিটালের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ট্রান্সকম ডিজিটাল ‘হিটাচি স্টার নাইট ২০২২ ’-এ উন্মোচন করলো নতুন রেঞ্জের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স। এই অনুষ্ঠানটি ১ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রান্সকম ডিজিটাল এনেছে হিটাচি R-WB 700 VPB 2 রেফ্রিজারেটর। এতে আছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট সিলেক্টিভ জোন আর স্বয়ংক্রিয় আইসমেকার।
প্রিমিয়াম ডিজাইনের এই রেফ্রিজারেটরে আছে এনার্জি এফিশিয়েন্ট ইনভার্টার প্রযুক্তি আর ডুয়েল ফ্যান কুলিং। গ্লাস ব্ল্যাক আর গ্লাস ক্লিয়ার ব্ল্যাক—এই দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে রেফ্রিজারেটরটি।
ট্রান্সকম ওয়াশিং মেশিনও এনেছে—BD-120 XGV মডেলের। এই নতুন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে সর্বোচ্চ স্পিন স্পিড ১৬০ আরপিএম। এতে আছে স্বয়ংক্রিয় সেলফ ক্লিন সিস্টেম আর অটো ডোজিং সিস্টেম।
এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন ওয়াশার ড্রায়ারে রয়েছে কাপড়ে ভাঁজ কমাতে উইন্ড আয়রন আর স্মার্ট সেন্সিং এআই ওয়াশ। এর সঙ্গে নতুন ফ্রিকশন ড্যাম্পার আর পাঁচ স্তরের লিকুইড ব্যালেন্সার একে করেছে আরও সুবিধাজনক। এই প্রশস্ত ড্রামযুক্ত ওয়াশিং মেশিন সাদা আর মভ গ্রে রঙে পাওয়া যাচ্ছে।
নতুন উন্মোচন হওয়া পণ্যগুলোর মধ্যে আরও রয়েছে আধুনিক স্টিক টাইপ হালকা ওজনের (দেড় কেজি মাত্র) ভ্যাকুয়াম ক্লিনার PV-XL 2 K। এর আছে শক্তিশালী স্মার্ট হেড যা গ্রিন এলইডি প্রযুক্তি ও ট্যাঙ্গল ফ্রি ব্রাশ ব্যবহার করে। সহজেই খোলা যায় এমন আর অ্যাডজাস্টেবল এক্সটেনশন পাইপ এই শ্যাম্পেন গোল্ড রঙয়ের অ্যাপ্লায়েন্সটির ব্যবহারকে করেছে অত্যন্ত সুবিধাজনক।
এই অনুষ্ঠানে আরও উন্মোচন করা হয়েছে মাইক্রোওয়েভ HMR-M 2002, HMR-FG 2012, ও HMR-DG 2312। শেষের দুটিতে রয়েছে গরম করা ও রান্না করা ছাড়াও গ্রিলিং অপশন। সবগুলোতেই আছে চাইল্ড সেফটি লক, মাল্টিস্টেজ কুকিং আর অটো কুকিং মোড ইত্যাদি।
উন্মোচিত নতুন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আরও আছে অত্যন্ত উন্নত প্রযুক্তির হিটাচি এয়ার কন্ডিশনার। নতুন ওয়েভ ডিজাইনের RAP-G 012 HFEOEZ 1, RSQG 018 HFEOEZ 1, RMQG 024 HFEOEZ 1 তে আছে কার্যকর এনার্জি সেভিং অত্যাধুনিক ইনভার্টার প্রযুক্তি। উন্নত সফট ড্রাই প্রযুক্তি পানির বিন্দু জমতে দেয়না এতে। এর ফলে ঘর থাকে জীবানু ও দুর্গন্ধমুক্ত। এর ট্রপিকাল ইনভার্টার দ্রুত ঠান্ডা হওয়ার নিশ্চয়তা দেয়।
অনুষ্ঠানে হিটাচি হোম অ্যাপ্লায়েন্সের সেলস বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক তরুণ জৈন বলেন, ‘আমাদের বাজার বিস্তৃত করতে গতি আনার জন্য আমরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাই। আমরা নিত্য নতুন আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন সব পণ্য উন্মোচনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট লাইন বৃদ্ধি করতে চাই এদেশে।’
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, ‘নতুন ইলেকট্রনিক ব্যবসার বাজার তৈরির মাধ্যমে ও ৫৫ শতাংশ পর্যন্ত ডিলার পয়েন্ট বাড়িয়ে আমরা সবদিকেই কোম্পানির বিকাশ নিশ্চিত করছি। এখন আমাদের সঙ্গে হিটাচি এভাবে একসঙ্গে কাজ করলে আমরা পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য, শক্তিশালী ডিলার ম্যানেজমেন্ট, গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রমোশন, দ্রুত ও মানসম্পন্ন সেবা আর নতুন নতুন ইলেকট্রনিক ব্যবসা ক্ষেত্রের অন্তর্ভুক্তির কাজগুলো আরও ফলপ্রসূ ভাবে জারি রাখতে পারব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) পিটিএ লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়া ম্যানেজিং ডিরেক্টর চেন টেক বেং, সেলস (এক্সপোর্ট) বিষয়ক ডিরেক্টর তরুণ জৈন, সেলসের (এক্সপোর্ট) প্রধান এলভিন থাম, ট্রান্সকম ইলেকট্রনিকসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আরশাদ হক, ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন এবং ট্রান্সকম ডিজিটালের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পণ্যবাহী যানবাহনের জট কমানো এবং বন্দর কার্যক্রমে আরও গতি আনতে চলতি মাসের শেষ দিকে সম্পূর্ণ ডিজিটাল গেট ফি
১১ মিনিট আগেবেরিয়ে আসতে শুরু করেছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, দেশের ব্যাংকগুলোয় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের
১ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগী হয়েছে।
১ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ ঘণ্টা আগে