নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা গত আগস্ট মাসে ১৮১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৫ কোটি ডলার কম। গত বছরের আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ডলার। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত ১ আগস্ট ব্যাংক বন্ধ থাকায় ২ আগস্ট থেকে রেমিট্যান্সের হিসাব করা হয়েছে। সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে।
প্রসঙ্গত, প্রবাসীদের বৈধপথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে গত ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রেরিত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।
আগস্ট মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে যথাক্রমে ডাচ–বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক। এই রেমিট্যান্সর বেশির ভাগই এসেছে ১০টি দেশ থেকে। দেশগুলো হলো—সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।
অবশ্য চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই রেমিট্যান্সপ্রবাহ কিছুটা কমেছে। জুলাই মাসে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার (১ দশমিক ৮৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স আসে দেশে, যা তার আগের মাসে চেয়ে ৬ কোটি ৯৩ লাখ ডলার কম এবং ২০২০ সালের জুলাইয়ের তুলনায় ২৭ দশমিক ৯৭ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জুলাই ও আগস্ট—এই দুই মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ৪৫৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
অর্থবছরের হিসাবে ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল দেশে। ওই অর্থবছরে মোট ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা গত আগস্ট মাসে ১৮১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৫ কোটি ডলার কম। গত বছরের আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ডলার। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত ১ আগস্ট ব্যাংক বন্ধ থাকায় ২ আগস্ট থেকে রেমিট্যান্সের হিসাব করা হয়েছে। সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে।
প্রসঙ্গত, প্রবাসীদের বৈধপথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে গত ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রেরিত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।
আগস্ট মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে যথাক্রমে ডাচ–বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক। এই রেমিট্যান্সর বেশির ভাগই এসেছে ১০টি দেশ থেকে। দেশগুলো হলো—সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।
অবশ্য চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই রেমিট্যান্সপ্রবাহ কিছুটা কমেছে। জুলাই মাসে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার (১ দশমিক ৮৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স আসে দেশে, যা তার আগের মাসে চেয়ে ৬ কোটি ৯৩ লাখ ডলার কম এবং ২০২০ সালের জুলাইয়ের তুলনায় ২৭ দশমিক ৯৭ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জুলাই ও আগস্ট—এই দুই মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ৪৫৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
অর্থবছরের হিসাবে ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল দেশে। ওই অর্থবছরে মোট ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।
নেপাল প্রথমবারের মতো ভারতের বিদ্যুৎ সংযোগ অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। এটিকে উপ–আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনা তৃতীয় কোনো দেশের সঙ্গে নেপালের বিদ্যুৎ বাণিজ্যের প্রথম দৃষ্টান্ত।
৬ মিনিট আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
১৫ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
২১ ঘণ্টা আগে