বন্ড ছেড়ে ২ হাজার কোটি টাকা তোলার অনুমতি পেল ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ২২: ১৮

পাঁচ ব্যাংককে বন্ড ছেড়ে ২ হাজার কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির শর্তে এসব বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবগুলো বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডের টাকায় সবগুলো ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

তথ্যমতে, সভায় ঢাকা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ডের অনুমোদন করা হয়। এটি বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স। অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ব্যাংক এশিয়া পিএলসির ৪০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব ট্রাস্টি রেজিস্ট্রেশন সনদ জমা দেওয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। আরেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

এ ছাড়াও ট্রাস্টি রেজিস্ট্রেশন সনদ জমা দেওয়ার শর্তে ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন মিলিয়ে সবগুলো বন্ডের কুপন হার বা সুদ নির্ধারণ করা হবে।

বিএসইসি জানিয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের মুদারাবা বন্ডের অনুমোদন করা হয়েছে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংকের অনুমোদিত ২৫০ কোটি টাকা মূল্যের বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স। অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এ ছাড়াও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪৫০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন করেছে বিএসইসি। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত