রেজাউর রহিম
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ শিগগিরই সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা, নেপাল এবং আসিয়ান জোটভুক্ত ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন করছে। এদেশগুলোর মধ্যে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পিটিএ চুক্তি সই হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দ্বিপক্ষীয় পিটিএ দ্রুত সম্পাদন করতে এরই মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা—উভয় পক্ষ একমত হয়েছে। আগামী বছরের ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের এ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও নেপাল—এই তিন দেশ বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘এর মধ্যে আগামী ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হবে বলে আমরা আশা করছি। রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি মোকাবিলায় শ্রীলঙ্কাসহ এসব দেশের সঙ্গে পিটিএ চুক্তি সম্পাদন বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ এবং এফটিএ স্বাক্ষরের চেষ্টা চলছে।’
এদিকে সম্প্রতি ঢাকায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস দুই দেশের মধ্যে পিটিএ দ্রুত সইয়ের বিষয়ে একমত হন।
সরকার বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত পিটিএ সম্পাদনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মারকাসুরভুক্ত ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফিলিস্তিন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মালয়েশিয়া রয়েছে। এ ছাড়া আরও ৪৩ দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। পরে এসব দেশের সঙ্গেও পিটিএর সম্ভাব্যতা যাচাই করবে বাংলাদেশ। এ জন্য মন্ত্রণালয়ের এফটিএ শাখাকে শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে বাংলাদেশ ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বের ১৯৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর মধ্যে ৭১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান। বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ এবং পিটিএ সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আর দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতিও কমানো সম্ভব।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে বাংলাদেশের পিটিএ সই হয়, যা কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ। এই চুক্তির ফলে বাংলাদেশর ১০০টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ শিগগিরই সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা, নেপাল এবং আসিয়ান জোটভুক্ত ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন করছে। এদেশগুলোর মধ্যে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পিটিএ চুক্তি সই হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দ্বিপক্ষীয় পিটিএ দ্রুত সম্পাদন করতে এরই মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা—উভয় পক্ষ একমত হয়েছে। আগামী বছরের ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের এ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও নেপাল—এই তিন দেশ বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘এর মধ্যে আগামী ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হবে বলে আমরা আশা করছি। রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি মোকাবিলায় শ্রীলঙ্কাসহ এসব দেশের সঙ্গে পিটিএ চুক্তি সম্পাদন বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ এবং এফটিএ স্বাক্ষরের চেষ্টা চলছে।’
এদিকে সম্প্রতি ঢাকায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস দুই দেশের মধ্যে পিটিএ দ্রুত সইয়ের বিষয়ে একমত হন।
সরকার বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত পিটিএ সম্পাদনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মারকাসুরভুক্ত ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফিলিস্তিন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মালয়েশিয়া রয়েছে। এ ছাড়া আরও ৪৩ দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। পরে এসব দেশের সঙ্গেও পিটিএর সম্ভাব্যতা যাচাই করবে বাংলাদেশ। এ জন্য মন্ত্রণালয়ের এফটিএ শাখাকে শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে বাংলাদেশ ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বের ১৯৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর মধ্যে ৭১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান। বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ এবং পিটিএ সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আর দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতিও কমানো সম্ভব।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে বাংলাদেশের পিটিএ সই হয়, যা কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ। এই চুক্তির ফলে বাংলাদেশর ১০০টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
১২ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
১৯ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
১৯ ঘণ্টা আগে