সিলেট প্রতিনিধি
সিলেটে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। গতকাল শুক্রবার ভারত সরকার ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বহির্বিশ্বে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে এক আদেশ জারি করে। এরপরই সিলেটে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গতকাল পেঁয়াজ পাইকারিতে ১০০ টাকা কেজি বিক্রি হলেও আজ শনিবার তা বেড়ে দাঁড়ায় ১৮০ থেকে ২০০ টাকায়। এ ছাড়া খুচরা বাজারে পেঁয়াজ ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
সিলেটের প্রধান পাইকারি আড়ত নগরের কালীঘাটে গিয়ে দেখা যায়, সকাল ১০টার দিকে ১০০ টাকা পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হলেও বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। অনেকেই আবার পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন। এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ার খবরে খুচরা দোকানেও হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। খুচরা বাজারের কোথাও কোথাও ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, খুচরা দোকানে গতকাল সন্ধ্যা ৬টা থেকে ১০০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। এ অবস্থায় কালীঘাটে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছিলেন আড়তদারেরা। তবে আজ সকাল থেকে কালীঘাট আড়তে পেঁয়াজের দাম ১৮০ থেকে ২০০ টাকা পাইকারি দরে বিক্রি হয়। নগরে সকাল থেকে খুচরা দোকানগুলোতে পেঁয়াজের দামও অস্বাভাবিক অবস্থায় চলে গেছে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। সকালের দিকে পেঁয়াজ কিনতে যাওয়া নগরের বাসিন্দা মিনহাজ আবেদীন বলেন, ‘এক রাতেই কীভাবে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে যায়। দোকানিরা মজুত রেখে এক থেকে দুই কেজির বেশি পেঁয়াজ বিক্রি করছেন না। কিন্তু দাম যখন আরও বাড়বে তারা বিক্রি শুরু করবে। এতে আড়তদার ও দোকানিরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। সাধারণ মানুষকে জিম্মি করে তারা এসব করছে। প্রশাসনের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানাই।’
ব্যবসায়ী মামুনুল হক বলেন, ‘কালীঘাটে এক রাতে কি পেঁয়াজ শেষ হয়ে গেল? এক রাতেই দাম বেড়ে গেল ৫০ টাকা কেজিপ্রতি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কালীঘাটের এক ব্যবসায়ী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রকারভেদে ১০০-১০২ টাকা কেজিতে। পেঁয়াজ রপ্তানি নিয়ে ভারতের একটি সিদ্ধান্ত গতকাল (শুক্রবার) প্রকাশ পাওয়ার পরপরই অনেকেই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। অথচ খোঁজ নিয়ে জানা গেছে, আড়তদারেরা কিংবা অন্য কালীঘাটের ব্যবসায়ীদের কাছে পেঁয়াজের প্রচুর মজুত রয়েছে। কিন্তু ভারতের একটি সংবাদ শোনার পরপরই রাতারাতি কাঁচা টাকা উপার্জন করতে তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রাখে।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সিলেটে দুপুরেও অভিযান চালানো হয়েছে এবং রাতেও হবে। কোথাও অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি হলেই ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। গতকাল শুক্রবার ভারত সরকার ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বহির্বিশ্বে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে এক আদেশ জারি করে। এরপরই সিলেটে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গতকাল পেঁয়াজ পাইকারিতে ১০০ টাকা কেজি বিক্রি হলেও আজ শনিবার তা বেড়ে দাঁড়ায় ১৮০ থেকে ২০০ টাকায়। এ ছাড়া খুচরা বাজারে পেঁয়াজ ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
সিলেটের প্রধান পাইকারি আড়ত নগরের কালীঘাটে গিয়ে দেখা যায়, সকাল ১০টার দিকে ১০০ টাকা পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হলেও বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। অনেকেই আবার পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন। এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ার খবরে খুচরা দোকানেও হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। খুচরা বাজারের কোথাও কোথাও ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, খুচরা দোকানে গতকাল সন্ধ্যা ৬টা থেকে ১০০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। এ অবস্থায় কালীঘাটে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছিলেন আড়তদারেরা। তবে আজ সকাল থেকে কালীঘাট আড়তে পেঁয়াজের দাম ১৮০ থেকে ২০০ টাকা পাইকারি দরে বিক্রি হয়। নগরে সকাল থেকে খুচরা দোকানগুলোতে পেঁয়াজের দামও অস্বাভাবিক অবস্থায় চলে গেছে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। সকালের দিকে পেঁয়াজ কিনতে যাওয়া নগরের বাসিন্দা মিনহাজ আবেদীন বলেন, ‘এক রাতেই কীভাবে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে যায়। দোকানিরা মজুত রেখে এক থেকে দুই কেজির বেশি পেঁয়াজ বিক্রি করছেন না। কিন্তু দাম যখন আরও বাড়বে তারা বিক্রি শুরু করবে। এতে আড়তদার ও দোকানিরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। সাধারণ মানুষকে জিম্মি করে তারা এসব করছে। প্রশাসনের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানাই।’
ব্যবসায়ী মামুনুল হক বলেন, ‘কালীঘাটে এক রাতে কি পেঁয়াজ শেষ হয়ে গেল? এক রাতেই দাম বেড়ে গেল ৫০ টাকা কেজিপ্রতি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কালীঘাটের এক ব্যবসায়ী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রকারভেদে ১০০-১০২ টাকা কেজিতে। পেঁয়াজ রপ্তানি নিয়ে ভারতের একটি সিদ্ধান্ত গতকাল (শুক্রবার) প্রকাশ পাওয়ার পরপরই অনেকেই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। অথচ খোঁজ নিয়ে জানা গেছে, আড়তদারেরা কিংবা অন্য কালীঘাটের ব্যবসায়ীদের কাছে পেঁয়াজের প্রচুর মজুত রয়েছে। কিন্তু ভারতের একটি সংবাদ শোনার পরপরই রাতারাতি কাঁচা টাকা উপার্জন করতে তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রাখে।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সিলেটে দুপুরেও অভিযান চালানো হয়েছে এবং রাতেও হবে। কোথাও অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি হলেই ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে