সিলেটে বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১৫: ৪৪

সিলেট নগরের কোর্ট পয়েন্টে আজ রোববার দুপুরে পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ হয়। এ ছাড়া নগরের আরও কিছু জায়গায় পুলিশ-ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলা ২টার দিকে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
 
দুপুরে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কোর্ট পয়েন্টে আরও কয়েক দফা সংঘর্ষ হয়।
 
বেলা ১টা থেকে নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ দেখামাত্র তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
 
জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করার খবর পাওয়া গেছে। 

মুহুর্মুহু গুলির শব্দ ও সংঘর্ষের খবরে নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে নগরের গুরুত্বপূর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার পর থেকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন নগরের কোর্ট পয়েন্টে জড়ো হতে শুরু করেন। এ সময় অনেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন। দুপুর ১২টার দিকে পুলিশ অতর্কিত সেখানে উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। বেলা পৌনে তিন টার দিকে এই প্রতিবেদন লেখার সময় সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।

নগর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। বেশির ভাগ বিপণিবিতান ও দোকানপাট খোলেনি। অন্যদিকে নগরের জেলরোড, বারুদখানা, টিলাগড়, কালীবাড়িসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে।

সিলেটে লাঠিসোঁটা হাতে কয়েকজন তরুণ। ছবি: আজকের পত্রিকাআন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাসের শেলের পাশাপাশি শটগানের গুলিও নিক্ষেপ করে। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠেকাতে সশস্ত্র মহড়া দিচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বেলা পৌনে ৩টায় আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারীরা কোর্ট পয়েন্টে জড়ো হয়ে জনভোগান্তি তৈরির পাশাপাশি উচ্ছৃঙ্খলতা চালাচ্ছিল। এতে পুলিশ বাধা দিয়েছে। এখন বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে। তবে নাইওরপুল পয়েন্টে থেমে থেমে সংঘর্ষ চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত