নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফের সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ১০ দফা দাবিতে ২১ জুলাই বেলা ২টায় নগরের রেজিস্টারি মাঠে সমাবেশের ডাক দিয়েছে দলটি।
শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নের লক্ষ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়ে যান। এ সময় জামায়াত নেতারা এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াতের নেতা জামিল আহমদ রাজু, ইয়াসীন খান, আব্দুল খালিক, রবিউল ইসলাম ও জুনেদ আহমদ প্রমুখ।
এসএমপি কার্যালয়ে আবেদন জমা শেষে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ
সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমিরে জামায়াত শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা গতকাল (১৫ জুলাই) রেজিস্টারি মাঠে শান্তিপূর্ণ জনসভা ঘোষণা করেছিলাম। জনসভা সফলের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম। কিন্তু গত শুক্রবার মৌখিকভাবে আমাদেরকে জনসভার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২১ জুলাই রেজিস্টারি মাঠে ফের জসনভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আমরা বিশ্বাস করি প্রশাসন ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করবে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রব আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসভাকে কেন্দ্র করে আমাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ জনসভার আগের দিন রাস্তায় চলাচল করা অবস্থায় আমাদের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুরোনো একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা আশা করছি পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নে সহযোগিতা করবে।’
এ বিষয়ে এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত আবেদন করেছে। আমরা ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলব। নিজেরাও যাচাই-বাছাই করে দেখব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে একই দাবিতে নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশের আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি।
ফের সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ১০ দফা দাবিতে ২১ জুলাই বেলা ২টায় নগরের রেজিস্টারি মাঠে সমাবেশের ডাক দিয়েছে দলটি।
শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নের লক্ষ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়ে যান। এ সময় জামায়াত নেতারা এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াতের নেতা জামিল আহমদ রাজু, ইয়াসীন খান, আব্দুল খালিক, রবিউল ইসলাম ও জুনেদ আহমদ প্রমুখ।
এসএমপি কার্যালয়ে আবেদন জমা শেষে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ
সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমিরে জামায়াত শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা গতকাল (১৫ জুলাই) রেজিস্টারি মাঠে শান্তিপূর্ণ জনসভা ঘোষণা করেছিলাম। জনসভা সফলের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম। কিন্তু গত শুক্রবার মৌখিকভাবে আমাদেরকে জনসভার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২১ জুলাই রেজিস্টারি মাঠে ফের জসনভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আমরা বিশ্বাস করি প্রশাসন ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করবে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রব আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসভাকে কেন্দ্র করে আমাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ জনসভার আগের দিন রাস্তায় চলাচল করা অবস্থায় আমাদের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুরোনো একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা আশা করছি পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নে সহযোগিতা করবে।’
এ বিষয়ে এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত আবেদন করেছে। আমরা ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলব। নিজেরাও যাচাই-বাছাই করে দেখব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে একই দাবিতে নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশের আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেরাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা মাঝখানে চাপা পড়লে এর আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন ভুইয়া (৫৪)। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দ
২০ মিনিট আগেঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে