কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উপজেলা বাজারে পাহাড়ি সীমান্ত এলাকায় বাঁশ কাটার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ৫ বাংলাদেশিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে রাতে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পরিবার ও গ্রামবাসী।
গতকাল মঙ্গলবার বিকেলে আদমপুর ইউনিয়নের উপজেলা বাজার পাহাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের হাতে নির্যাতিতরা হলেন, আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আলিক মিয়া, হাবিব মিয়া, আহাদ মিয়া, আফজাল ও নজির মিয়া। আহতদের মাঝে আফজাল ও নজির মিয়ার অবস্থা গুরুতর বলে পরিবার সদস্যরা দাবি করেন।
পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আজাদ মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদমপুরের উপজেলা বাজারের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে বাঁশ কাটতে যান তাঁরা। এ সময় বিএসএফের সদস্যরা পাঁচ বাংলাদেশিকে ধরে বেধড়ক পেটায়। এরপর সন্ধ্যায় তাদরেকে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ফেলে যায়। পরে রাতে তাঁদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে। এরপর তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, আহতদের মাঝে আফজাল ও নজিরের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এদিকে বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওয়াশিম, সাজু, মোস্তাকিম, আফরোজ. ময়নুল, হারুন, শফিক ও আরিফ নামের ৮ বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। তাঁদের বাড়িও আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামে।
এ বিষয় সম্পর্কে শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার বলেন, পাহাড়ি নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারতে অংশে বাংলাদেশিরা প্রবেশ করেছিল বলে শুনেছি। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ধাওয়া করেছে। কাউকে মারধর করার বা ধরে নেওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। তারপরও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখবে।
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উপজেলা বাজারে পাহাড়ি সীমান্ত এলাকায় বাঁশ কাটার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ৫ বাংলাদেশিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে রাতে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পরিবার ও গ্রামবাসী।
গতকাল মঙ্গলবার বিকেলে আদমপুর ইউনিয়নের উপজেলা বাজার পাহাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের হাতে নির্যাতিতরা হলেন, আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আলিক মিয়া, হাবিব মিয়া, আহাদ মিয়া, আফজাল ও নজির মিয়া। আহতদের মাঝে আফজাল ও নজির মিয়ার অবস্থা গুরুতর বলে পরিবার সদস্যরা দাবি করেন।
পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আজাদ মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদমপুরের উপজেলা বাজারের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে বাঁশ কাটতে যান তাঁরা। এ সময় বিএসএফের সদস্যরা পাঁচ বাংলাদেশিকে ধরে বেধড়ক পেটায়। এরপর সন্ধ্যায় তাদরেকে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ফেলে যায়। পরে রাতে তাঁদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে। এরপর তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, আহতদের মাঝে আফজাল ও নজিরের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এদিকে বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওয়াশিম, সাজু, মোস্তাকিম, আফরোজ. ময়নুল, হারুন, শফিক ও আরিফ নামের ৮ বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। তাঁদের বাড়িও আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামে।
এ বিষয় সম্পর্কে শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার বলেন, পাহাড়ি নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারতে অংশে বাংলাদেশিরা প্রবেশ করেছিল বলে শুনেছি। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ধাওয়া করেছে। কাউকে মারধর করার বা ধরে নেওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। তারপরও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখবে।
পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।
৪ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
২২ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
২৭ মিনিট আগে